Advertisement
Advertisement
Mohun Bagan

কোয়ার্টার ফাইনাল খেলতে বুধবার জামশেদপুরে মোহনবাগান, দলের সঙ্গে যাচ্ছেন জেমিও

জামশেদপুরে যাওয়ার আগে হোটেল আর অনুশীলনের মাঠ নিয়ে সমস্যায় মোলিনা ব্রিগেড।

Jamie Maclaren will go to Jamshedpur with Mohun Bagan squad

ছবি: সংগৃহীত।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 20, 2024 4:27 pm
  • Updated:August 20, 2024 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেমি ম্যাকলারেন এখনও পুরোপুরিভাবে দলের সঙ্গে অনুশীলনে নামছেন না। কিন্তু তাতে কী হয়েছে? শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে তাঁকেও জামশেদপুরে নিয়ে যাচ্ছে মোহনবাগান। এদিনও ম্যাকলারেন অনেকটা সময় ব্যয় করলেন দলের ফিজিওর সঙ্গে।

সোমবার অনুশীলনে মোহনবাগান কোচ জোর দিয়েছিলেন সিচুয়েশন অনুশীলনের উপর। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের কথা মাথায় রেখেই এদিন মোহনবাগান কোচ জোসে মোলিনা দলকে দীর্ঘক্ষণ পেনাল্টি অনুশীলন করান। আশিক কুরুনিয়ান, গ্লেন মার্টিন্সদের হালকা চোট রয়েছে। এদিন অনুশীলন শেষ হওয়ার আগেই আশিক আর গ্লেন মাঠ ছেড়ে যান।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক, প্যারা অলিম্পিকে ফের নতুন নজির গড়তে চান সুমিত

তবে জামশেদপুরে যাওয়ার আগে হোটেল আর অনুশীলনের মাঠ নিয়ে সমস্যায় মোলিনা ব্রিগেড। টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে খেলা হলেও যেহেতু মূল মাঠে অনুশীলন করার সম্ভাবনা কম, তাই অনুশীলনের জন্য ভালো মাঠ খুঁজছেন মোলিনা। সোমবার অনুশীলন শেষে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসদের হাতে রাখি পরিয়ে দেন ‘রক্তে আমার মোহনবাগান’ নামের এক ফ্যান ক্লাবের সদস্যরা। দলের ফিজিওকে রাখি পরানোর সময় তাঁরা অনুরোধ করেন দ্রুত ম্যাকলারেনকে সুস্থ করে দেওয়ার জন্য। ডুরান্ড কোয়ার্টার ফাইনাল খেলতে বুধবার জামশেদপুর যাচ্ছেন জেসন কামিংসরা।

[আরও পড়ুন: এখনও ভোগাচ্ছে চোট, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মেসিকে ছাড়াই ঘোষিত আর্জেন্টিনার দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement