ছবি: মহামেডান সোশাল মিডিয়া।
মহামেডান: ০
মুম্বই সিটি এফসি: ১ (বিক্রম প্রতাপ সিং)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে হারের ধারা অব্যাহত মহামেডানের। এই নিয়ে টানা ৪ ম্যাচ হারল সাদা-কালো ব্রিগেড। এদিন ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে চেরনিশভের দল হার মানে ১-০ গোলে। এর মধ্যে ৩৫ মিনিটে লাল কার্ড দেখেন মহামেডানের ইরশাদ। মুম্বইয়ের হয়ে গোল করেন বিক্রম প্রতাপ সিং। ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষে রইল মহামেডান। বছর শেষ হতে চললেও মহামেডানের ভাগ্যের চাকা ঘুরছে না।
এদিন কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ১৬ মিনিটের মাথাতেই পিছিয়ে পড়তে পারত মহামেডান। গোলকিপার ভাষ্কর রায়ের পাস সোজা গিয়ে পড়ে ছাংতের পায়ে। সামনে ফাঁকা গোল পেয়েও কীভাবে যে তিনি মিস করলেন, সেটাই আশ্চর্যের। কিন্তু সেটা ছিল বিপদের পূর্বাভাস। ৩৫ মিনিটে লাল কার্ড দেখেন মহামেডানের ইরশাদ। এমনিতেই একের পর এক আক্রমণে যথেষ্ট চাপে ছিল তারা। ইরশাদের লাল কার্ড তাতে খাঁড়ার ঘা বসিয়ে দিল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ফ্রাঙ্কার দুয়েকটি বিচ্ছিন্ন আক্রমণ ছাড়া কোনও জবাবই ছিল না মহামেডানের কাছে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই পিছিয়ে পড়ে মহামেডান। একেবারেই নির্বিষ একটি বল বক্সের মধ্যে থেকে বিপদমুক্ত করতে পারেনি সাদা-কালোর ডিফেন্ডাররা। সেই সুযোগে জোরালো শটে গোল করে যান মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিং। তার মিনিট তিনেক পরেই কর্নার থেকে সহজ সুযোগ মিস করেন তিরি। মুম্বইয়ের ডিফেন্সে যেমন তিনি ভরসা দিয়েছেন, তেমনই গোলের ব্যবধান বাড়ানোর সুযোগও ছিল তিরির কাছে। ৫৫ মিনিটে ভ্যান নিয়েফের শট বাঁচান ভাষ্কর। বস্তুত তখন ম্যাচটা হয়ে উঠেছিল প্রায় একতরফা। মহামেডানের ডিফেন্সের সঙ্গে মুম্বইয়ের আক্রমণের। রক্ষণে ওগিয়ের ছিল বলে তবু কিছুটা নিরাপদ থাকতে পেরেছে। মরিয়া ডিফেন্ডিংয়ে গোলের ব্যবধানও আর বাড়েনি। কিন্তু গোটা ম্যাচ জুড়ে মুম্বইয়ের গোলমুখে কোনও শটও নিতে পারেনি মহামেডান।
টানা ৪ ম্যাচ হারল মহামেডান। চলতি আইএসএলে হারল ৮টি ম্যাচ। অন্যদিকে তেমন ছন্দে ছিল মুম্বই। বরং কলকাতা থেকে তারা জয়ের আত্মবিশ্বাস নিয়েই ফিরে যাবে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ১৭।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.