সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলে গত এক-দেড় দশকের সবচেয়ে সফল ক্লাবগুলির মধ্যে মোহনবাগান। গত মরশুমেও ডুরান্ড কাপ এবং আইএসএল লিগ শিল্ড জিতেছে সবুজ-মেরুন শিবির। কিন্তু নতুন মরশুমে বদলে গিয়েছে অনেক কিছু। হাবাসের বদলে কোচ হিসাবে এসেছেন জোসে মোলিনা। আনোয়ার আলি বিতর্কিত পরিস্থিতিতে ক্লাব ছাড়ায় রক্ষণের ফাঁকফোকর প্রকাশ্যে চলে আসছে। এই পরিস্থিতিতে এই মরশুমে গত বছরের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে সবুজ-মেরুন শিবির?
শক্তি: গত মরশুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। সে অর্থে দলে কোনও দুর্বলতা চোখে পড়েনি। বিশেষ করে আক্রমণভাগ বেশ শক্তিশালী ছিল সবুজ-মেরুন শিবিরের। সেই সঙ্গে এবার যোগ হয়েছেন জেমি ম্যাকলারেন। কামিন্স, পেত্রাতোসরা তো আছেনই। মোহনবাগানের অন্যতম শক্তি প্রথম সারির ভারতীয় ফুটবলারের উপস্থিতি। সাহাল, আপুইয়া, মনবীর, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, কে নেই! সেই সঙ্গে রয়েছে বিশালের সুরক্ষিত দস্তানাও।
দুর্বলতা:
এই মরশুমে মোহনবাগানকে সবচেয়ে বেশি ভোগাতে পারে রক্ষণ। আনোয়ার আলি ছেড়ে যাওয়ার পর মোহনবাগানের দেশি সেন্টার ব্যাক বলতে অনভিজ্ঞ দীপেন্দু বিশ্বাস। বিশ্রী ফর্মে শুভাশিস বসুও। দুই বিদেশি ডিফেন্ডারও নিজেদের সেরাটা এখনও দেখাতে পারেননি। এর বাইরে আরও একটি দুর্বলতা রয়েছে মোহনবাগানের। সেটা হল মাঝমাঠে অতিরিক্ত ভারতীয় ফুটবলার নির্ভরতা। গত মরশুমে জনি কাউকো ফুল ফুটিয়েছিলেন। এবার কাউকোর মতো অভিজ্ঞ মিডফিল্ডারের অভাব ভোগাতে পারে সবুজ-মেরুনকে।
কোচ: জোসে মোলিনা
নজরকাড়া কোন কোন ভারতীয়?
বিশাল কাইথ, সাহাল আবদুল সামাদ, আপুইয়া
প্রথম ম্যাচ: ১৩ সেপ্টেম্বর, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে, যুবভারতীতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.