Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

খালিদকে বাড়তি সমীহে নারাজ মোলিনা, ফাইনাল নিয়েও এখন থেকে ভাবছেন না মোহনবাগান কোচ

জামশেদপুরই মোহনবাগানকে নিয়ে ভাববে, মন্তব্য মোলিনার।

ISL 2024: Mohun Bagan coach Jose Molina opens up before semifinal against Jamshedpur

ছবি: সায়ন্তন ঘোষ

Published by: Arpan Das
  • Posted:April 2, 2025 10:55 am
  • Updated:April 2, 2025 10:55 am  

স্টাফ রিপোর্টার: জেসন কামিংসরা আইএসএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছিলেন তিন সপ্তাহ আগে। আপাতত বিশ্রাম সেরে বৃহস্পতিবার সেমিফাইনালের অ্যাওয়ে ম্যাচে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবেন তাঁরা। এই ম্যাচে নামার আগে জোসে মোলিনার চিন্তা একটাই, দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার আপুইয়া আর মনবীর সিংকে পাবেন কি না। মঙ্গলবারের বিকেলে দেখা গেল, আপুইয়া দলের সঙ্গে অনুশীলন করলেও মনবীর মাঠেই নামলেন না। আবার অনুশীলন শেষে দেখা গেল আপুইয়াকে নিয়ে আলাদা করে দীর্ঘক্ষণ কথা বলছেন মোহনবাগান কোচ। মোলিনা বলছেন, “এখনও হাতে বুধবারের ট্রেনিং সেশন আছে। চেষ্টা করছি দু’জনকে ফিট করার।” বুধবার সকালে অনুশীলন করে জামশেদপুর যাওয়ার আগে এই দুই ফুটবলারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোলিনা।

সামনে দু’টো সেমিফাইনাল আর একটা ফাইনাল ম্যাচ। যদিও আপাতত বৃহস্পতিবারের জামশেদপুর ম্যাচ নিয়েই ভাবছেন মোলিনা। বাকি ম্যাচ নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ তিনি। বলছেন, “আগামী তিনটে ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি ভাবছি শুধু বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই। সেকেন্ড লেগের সেমিফাইনাল কিংবা ফাইনাল নিয়ে ভাবছি না। এই ম্যাচে নিজেদের উজাড় করে দিয়ে আইএসএল কাপ জিততে চাই। আমরা সব সময় জয়ের জন্যই নামি। এর বাইরে এই ম্যাচে আর কিছু ভাবছি না।” প্রতিপক্ষ নিয়ে আলাদা করে কথা বলতে চান না মোলিনা। বরং জামশেদপুরের প্রসঙ্গ উঠলেই বলছেন, ওরা মোহনবাগানকে নিয়ে ভাববে। খালিদ জামিলের প্রশংসা করলেও অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ মোলিনা। সঙ্গে যোগ করছেন, “খালিদ ভালো কোচ, তবে আলাদা করে ভাবতে রাজি নই।”

Advertisement

তিন সপ্তাহের বেশি সময় বিশ্রামে থাকার সুবাদে ছন্দ পতন হওয়ার সম্ভাবনা থাকে। যেখানে কয়েক দিন আগেই নর্থ-ইস্ট ইউনাইটেডের মতো শক্তিশালী দলকে হারিয়ে শেষ চারে উঠে এসেছে জামশেদপুর। যদিও এই দীর্ঘ বিশ্রামে ফুটবলাদের ক্লান্তি কেটে গিয়েছে বলেই মনে করছেন মোহনবাগান কোচ। পাশাপাশি জাতীয় দলে গোলকিপার বিশাল কাইথের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে তাঁর পাশেই দাঁড়ালেন মোলিনা। বিশালের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে এদিন মোহনবাগান কোচ বলেন, “ও দুটো ম্যাচে গোল খায়নি। আর ভুল ফুটবলার মাত্রই হয়। খেলাটা দলগত প্রচেষ্টা। আমাদের আস্থা রয়েছে ওর ওপর। জানি এই ম্যাচেও দারুণ ফুটবল উপহার দেবে বিশাল।” এদিন অনুশীলন শেষে সাহাল আবদুল সামাদের জন্মদিন পালন করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement