স্টাফ রিপোর্টার: শনিবার ফের মহামেডানের বিরুদ্ধে ফের ডার্বিতে নামতে চলেছে ইস্টবেঙ্গল। কিন্তু এই ডার্বিতে নামার আগে ইস্টবেঙ্গল রক্ষণের ফুটবলার হেক্টর ইউস্তেকে নিয়ে চিন্তা শুরু হয়ে গেল। ইতিমধ্যেই ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিলেন হেক্টর। রবিবার চোট সারাতে দেশে উড়ে গিয়েছেন তিনি।
এমন অবস্থায় মহামেডান ম্যাচের আগে হেক্টর (Hector Yuste) সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন বলে নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। এই সময়ের মধ্যে যদি চিকিৎসায় উন্নতি হয়, তা হলে ফিরে এসে ডার্বিতে নামতে পারেন। তবে সবটাই এখন নির্ভর করছে তাঁর মেডিক্যাল রিপোর্টের উপর। এদিকে আবার মহামেডান ম্যাচেরও আর খুব বেশিদিন বাকি নেই। আগামী শনিবার ডার্বি। ঠিক একইভাবে মহামেডানেরও রক্ষণের অন্যতম সেরা ফুটবলার জোসেফ আদজেইও চোটের জন্য এই ডার্বিতে অনিশ্চিত।
এদিকে সোমবার থেকেই ডার্বির প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। তবে এদিনের অনুশীলনে লাল-হলুদ কোচ অস্কার বেশি জোর দিলেন ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকে। মাঠে নেমে ঘণ্টা দেড়েকের ফিজিক্যাল ট্রেনিং ও হালকা সিচুয়েশন প্র্যাকটিসের আগে অবশ্য দীর্ঘক্ষণ ফুটবলারদের নিয়ে বৈঠক করলেন অস্কার। তবে সোমবার ফিজিক্যাল ট্রেনিং করলেও সিচুয়েশন প্র্যাকটিস করেননি দিয়ামান্তাকোস ও সল ক্রেসপো। অনূর্ধ্ব ২০ জাতীয় শিবির থেকে ফিরে এদিনের অনুশীলনে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার ভেনলালপেকা গুইতে ও গুনরাজ সিং।
সোমবার ক্লাবে এসেছিলেন ইনভেস্টর কর্তা বিভাস আগরওয়াল। অনুশীলন শেষে ক্লাব কর্তা দেবব্রত সরকার ও কোচ অস্কার ব্রুজোর সঙ্গে বৈঠক করতে দেখা গেল তাঁকে। আপাতত ভুটানে দারুণ খেলে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন নন্দ কুমাররা। এখন দরকার আইএসএলে এই ছন্দ ধরে রাখা। আইএসএলে এখনও পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি অস্কার ব্রুজোর ছেলেরা। আপাতত মহামেডান ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ক্লেটন সিলভারা। অন্যদিকে মহামেডানও টানা তিনটে হেরে এই মুহূর্তে যথেষ্টই চাপে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.