Advertisement
Advertisement
Mohun Bagan

পাঞ্জাব ম্যাচের আগে চোট আঘাতে জর্জরিত মোহনবাগান, রিজার্ভ বেঞ্চে আস্থা রাখছেন মোলিনা

পাঞ্জাব ম্যাচের আগে রীতিমতো দীর্ঘ হচ্ছে সবুজ-মেরুনের চোট আঘাতের তালিকা।

ISL 2024-25: Mohun Bagan to face Punjab FC today
Published by: Subhajit Mandal
  • Posted:December 26, 2024 11:56 am
  • Updated:December 26, 2024 2:21 pm  

স্টাফ রিপোর্টার: গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস, আশিক কুরুনিয়ানরা চোটের আওতায় ছিলেনই। এফসি গোয়া ম্যাচে বাঁ চোখের পাশে চোট পেয়েছিলেন অধিনায়ক শুভাশিস বসু। তিনি যদিও ফেস মাস্ক পরে পাঞ্জাব এফসি ম্যাচ খেলবেন বলে পরিকল্পনা করেছেন। এবার দিল্লি উড়ে যাওয়ার দিন সকালে অনুশীলনে চোট পেলেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীর সিং। তাঁকে শেষের দিকে অনুশীলন করাননি মোহনবাগান কোচ হোসে মোলিনা। এদিন অনুশীলন শেষে গাড়িতে ওঠার সময় মনবীরের ডান পায়ে স্ট্র্যাপ বাঁধা দেখা গেল। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই শোনা গেল। যদিও বুধবার মনবীরকে নিয়েই দিল্লি গিয়েছে দল।

পাঞ্জাব গত দু’ম্যাচে পয়েন্টের মুখ দেখেনি। স্বাভাবিকভাবেই ঘরের মাঠের এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর সব চেষ্টাই করবে তারা। কিন্তু মাঝমাঠের অন্যতম সেরা ফুটবলাররা চোটের কবলে থাকায় চিন্তা থাকছেই মোহনবাগানের। স্টুয়ার্ট-পেত্রাতোসের অনুপস্থিতিতে এই ম্যাচে শুরু করতে পারে জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস জুটি। শুরুতেই যদি এই দুই অজি ফুটবলার গোল তুলে নিতে পারেন, তাহলে ম্যাচটি অনেক সহজ হয়ে যাবে মোহনবাগানের কাছে। তাছাড়া শেষ ম্যাচে মোহনবাগানও হেরে গিয়েছে এফসি গোয়ার কাছে। স্বাভাবিকভাবেই পাঞ্জাবের মতো তারাও এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করবে।

Advertisement

দলের একঝাঁক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটকে অতিক্রম করেই জয় তুলে আনতে হবে বিশাল কাইথদের। দিল্লি উড়ে যাওয়ার আগে মোহনবাগান কোচ মোলিনা বলছিলেন, “আমার কাছে ফুটবল মানে পুরো দলের খেলা। শুধু রক্ষণ বা আক্রমণ নিয়ে চিন্তা করা নয়। সেট-পিস বা ট্রানজিশন করতে হলে পুরো দলকেই সহযোগিতা করতে হয়। তাই আমি চাই পুরো দল একসঙ্গে ডিফেন্স করুক। আবার পুরো দলই একসঙ্গে আক্রমণে যাক।” এই ভাবনা থেকেই ম্যাকলারেন বা কামিংসের উপর গোল করার চাপ দিতে চান না কোচ মোলিনা। তিনি চান দলের অন্য পজিশনের ফুটবলাররাও গোল করে দলকে সাহায্য করুন।

পেত্রাতোস ও স্টুয়ার্টের অবর্তমানে বৃহস্পতিবার সাহাল আব্দুল সামাদের উপর মাঝমাঠের বাড়তি দায়িত্ব থাকতে পারে। দীর্ঘ লিগের কথা মাথায় রেখেই চোট-আঘাত থাকা ফুটবলারদের ঝুঁকি নিয়ে খেলাতে চান না মোলিনা। একঝাঁক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট থাকলেও তিনি মনে করেন, তাঁর স্কোয়াডে যথেষ্টই বিকল্প ফুটবলার রয়েছে। যাঁরা বৃহস্পতিবার পেত্রাতোস, স্টুয়ার্টের পরিবর্তে দলকে ভরসা জোগাতে পারবেন। আপাতত লিগ টেবিলে শীর্ষ স্থানেই রয়েছে মোহনবাগান, ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে দু’পয়েন্ট বেশি পেয়েছেন কামিংসরা। বৃহস্পতিবার জিতে সেই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়াই লক্ষ্য সবুজ-মেরুনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement