স্টাফ রিপোর্টার: গত ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট, আশিস রাইরা চোটের জন্য ছিলেন না। জয় পেতে অসুবিধা হয়নি মোহনবাগানের (Mohun Bagan)। শনিবার সামনে চেন্নাইয়িন এফসি। ঘরের মাঠে এই ম্যাচে (ISL 2024-25) নামার আগে মোহনবাগান কোচ জোসে মোলিনার চিন্তা কিছুটা কমল দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট ও আশিস রাই সুস্থ হওয়ায়।
দুই ফুটবলারই এদিন পুরো দমে দলের সঙ্গে অনুশীলনে করলেন। যদি এই ম্যাচে স্টুয়ার্ট প্রথম একাদশে চলে আসেন তাহলে ফের শুরুতে বেঞ্চে বসতে হতে পারে দিমিত্রি পেত্রাতোসকে। তাঁকে পরিবর্ত হিসাবে নামাতে পারেন মোহনবাগান কোচ মোলিনা। গ্রেগের চোটের জন্য প্রথম একাদশে ফিরেছিলেন দিমিত্রি। আসলে এই মরশুমে মোহনবাগানের চালিকাশক্তি হয়ে উঠেছেন গ্রেগ। গোল করেছেন, গোল করিয়েছেন। সে তুলনায় খানিকটা ছন্দহীন লেগেছে দিমিকে।
শুক্রবার অনুশীলনে দেখার পর যদি আশিস রাইকে পুরো ফিট মনে করেন মোলিনা তাহলে চেন্নাইয়িন ম্যাচে দীপেন্দু বিশ্বাসের পরিবর্তে আবার প্রথম একাদশে ফিরছেন তিনি। জাতীয় শিবিরে গিয়ে চোট পেয়ে কলকাতা ফিরতে হয়েছিল আশিসকে। জামশেদপুরে তাঁর বদলে দীপেন্দু নেমে বেশ নজর কাড়েন। তবে আশিস ফিট হলে তিনিই প্রথম একাদশে ফিরবেন।
বুধবার মহামেডানকে ২-১ গোলে হারানোর সুবাদে ফের লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে গিয়েছে বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। শনিবার ঘরের মাঠে চেন্নাইয়িন বধ করে ফের উপরে ওঠার তাগিদ রয়েছে মোলিনা ম্যাকলারেনদের। মোহনবাগান কোচকে আরও স্বস্তি দিচ্ছেন ডিফেন্ডাররা। শুধু রক্ষণ সামলানোই নয়, তাঁরা গোলও করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.