মহামেডান: ১ (মানজোকি)
বেঙ্গালুরু এফসি: ২ (সুনীল ছেত্রী ২)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হৃদয়ভঙ্গ। ঘরের মাঠে মহামেডানের জেতা ম্যাচ একা ছিনিয়ে নিয়ে গেলেন সুনীল ছেত্রী। গোটা ম্যাচ দাপুটে পারফরফরম্যান্সের পরও শূন্য হাতে ফিরতে হল মহামেডানকে। সুনীলের জোড়া গোলে ২-১ গোলে মহামেডানকে হারাল বেঙ্গালুরু এফসি।
আগের ম্যাচে ৯ জনের ইস্টবেঙ্গলকে না হারাতে পারার জ্বালাটা এখনও তাড়া করছে মহামেডানকে। ফুটবলাররাও জানেন, আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে সমর্থকরা অখুশি। এদিন সম্ভবত সেকারণেই নিজেদের সবটা নিংড়ে দিতে চেয়েছিলেন মানজোকি, রেমসাঙ্গারা। ম্যাচের শুরুটা হয়েও ছিল দারুন। এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণে ছিল মহামেডান। যার সুফল মেলে মাত্র ৮ মিনিটেই। মানজোকির অনবদ্য গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। তারপর গোটা ম্যাচে লড়াই হয়েছে সমানে-সমানে। মহামেডান এগিয়ে যাওয়ার পর বেঙ্গালুরু বারবার কড়া নাড়লেও সাদা-কালো ডিফেন্সের দুর্গ ভেদ করতে পারেনি।
কিন্তু বিধি বাম। ম্যাচের একেবারে শেষ দিকে নাটকীয়ভাবে ম্যাচে ফিরে এল বেঙ্গালুরু। মহামেডানের সব আশায় কার্যত একা জল ঢাললেন সুনীল ছেত্রী। প্রথমে ৮২ মিনিটে পেনাল্টি স্পট থেকে নিখুঁত দক্ষতায় গোল শোধ। এবং একেবারে ইনজুরি টাইমের শেষ মিনিটে এসে দুর্দান্ত হেডারে জয় ছিনিয়ে আনা। এ যেন সুনীল ছেত্রীর পক্ষেই সম্ভব। যে মহামেডান ম্যাচে প্রায় ৭৫ মিনিট এগিয়ে ছিল তাঁদেরই শেষমেশ ফিরতে হল শূন্য হাতে। সবটাই সুনীলের দক্ষতায়। যদিও ৮১ মিনিটে বেঙ্গালুরু যে পেনাল্টি পেল, সেটা নিয়ে বিতর্কের অবকাশ আছে। মাঠে উপস্থিত সাদা-কালো সমর্থকরা যে রেফারির সিদ্ধান্ত ভালো চোখে নেননি, সেটাও তাঁরা বুঝিয়ে দিয়েছেন।
এদিন শেষ মুহূর্তের এই হারের জেরে মহামেডান লিগ টেবিলে হায়দরাবাদের নিচেই রয়ে গেল। অন্যদিকে, শেষ মুহূর্তের নাটকীয় জয়ে বেঙ্গালুরুর এফসি মোহনবাগানকে সরিয়ে শীর্ষস্থানে পৌঁছে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.