Advertisement
Advertisement

Breaking News

Mohammedan Sporting club

জামশেদপুরের কাছে হার, আইএসএলে আরও অন্ধকারে মহামেডান

আইএসএল এবং আই লিগের মানের যে বিস্তর ফারাক, সেটা আরও একবার টের পেয়ে গেলেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ।

ISL 11: Mohammedan Sporting club lost to Jamshedpur FC
Published by: Subhajit Mandal
  • Posted:December 2, 2024 9:29 pm
  • Updated:December 2, 2024 9:37 pm  

মহামেডান: ১ (ইরশাদ)
জামেশদপুর: ৩ (মহম্মদ সানান, সিভেরিও, স্টিভেন ইজে)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হার। শুধু হার বললে ভুল হবে। রীতিমতো অসহায় আত্মসমর্পণ। তাও আবার বিশ্রী ফর্মে থাকা জামশেদপুর এফসির বিরুদ্ধে। সোমবার মহামেডান অ্যাওয়ে ম্যাচে হারল ১-৩ গোলে। আইএসএল এবং আই লিগের মানের যে বিস্তর ফারাক, সেটা আরও একবার টের পেয়ে গেলেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ।

Advertisement

মহামেডানের জন্য এই মুহূর্তে আইএসএলের দুর্বলতম প্রতিপক্ষ ছিল জামেশদপুর এফসি। ফর্মের বিচারে মহামেডান এবং জামশেদপুর ছিল তুল্যমূল্য জায়গায়। নর্থ-ইস্ট, চেন্নাইয়িন, মোহনবাগান, শেষ তিন প্রতিপক্ষের কাছে জামশেদপুর শুধু যে হেরেছে তাই নয়, খালিদ জামিলের ছেলেরা গোল খেয়েছেন ১৩টি। এ হেন জামশেদপুরের বিরুদ্ধে ড্র’টাও করতে পারলেন না মানজোকিরা। অবশ্য উলটো দিক থেকে দেখতে গেলে জামশেদপুরের জন্য এই মুহূর্তে সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ ছিল মহামেডান। শেষ পাঁচ ম্যাচে সাদা-কালো শিবিরও জয়ের মুখ দেখেনি। ঘরের মাঠে সেই দুর্বল প্রতিপক্ষকে অনায়াসে হারিয়ে ফর্মে ফিরল জামশেদপুর।

এদিন ম্যাচের প্রথমার্ধের খেলায় খুব বেশি পিছিয়ে ছিল না মহামেডান। লড়াই করছিলেন সাদা-কালো ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রায় গোটা ম্যাচটাই একপেশে হয়ে গেল। প্রথমে ৫৩ মিনিটে মহম্মদ সানানের অনবদ্য গোল। তারপর মহামেডান গোলরক্ষকের ভুলে ৬১ মিনিটে সিভেরিওর দ্বিতীয় গোল, এবং ৭৯ মিনিটে স্টিভেন ইজের গোলে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। যদিও খেলার শেষবেলায় মহামেডানের হয়ে সান্ত্বনা সূচক গোলটি করেন মহম্মদ ইরশাদ। খেলার ফল হল ৩-১। শেষবেলায় পেনাল্টি মিস করে সাদা-কালো সমর্থকদের যন্ত্রণা বাড়ালেন ফ্র্যাঙ্কা। 

এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সোজা ৭ নম্বরে উঠে এল জামশেদপুর এফসি। অন্যদিকে আরও একটি হারে মহামেডান যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement