Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

পেত্রাতোসই ত্রাতা, পাঞ্জাবকে হারিয়ে লিগ-শিল্ডের লড়াইয়ে এগোল মোহনবাগান

এই জয়ের ফলে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল মোহনবাগান।

ISL 10 Mohun Bagan beats Punjab FC in Delhi
Published by: Arpan Das
  • Posted:April 6, 2024 6:57 pm
  • Updated:April 6, 2024 7:05 pm  

মোহনবাগান- ১ পাঞ্জাব এফসি- ০
(পেত্রাতোস)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়িনের কাছে হারের পর আইএসএল (ISL) লিগ-শিল্ড জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছিল সবুজ-মেরুন শিবিরে। এদিন অবশ্য স্বমহিমায় ফিরল হাবাসের ছেলেরা। ডাগ আউটে ছিলেন না স্প্যানিশ কোচ। তিনি অসুস্থ। কিন্তু তাঁর অনুপস্থিতির ছায়া গোটা টিমের খেলাতে চোখে পড়ল না। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাবকে (Punjab FC) ১-০ গোলে হারাল মোহনবাগান (Mohunbagan)। পেত্রাতোসের একমাত্র গোলে লিগ-শিল্ড জেতার লড়াইয়ে এগিয়ে গেল তারা। 

Advertisement

এদিকে যেমন হাবাস মাঠে ছিলেন না, তেমনই পাঞ্জাব দলের হেড কোচ স্টাইকোস ভার্গেটিসও কার্ড সমস্যায় সাইড লাইনের ধারে ছিলেন না। পাঞ্জাব দলের মগজাস্ত্র হিসেবে ছিলেন সহকারী কোচ শংকরলাল চক্রবর্তী। তাঁর পরিকল্পনার সামনে প্রথমার্ধে তেমন গুছিয়ে উঠতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। মনবীররা কিছুতেই গোলের জাল খুঁজে পাচ্ছিলেন না। কামিন্সের শট একবার বারের উপর দিয়ে উড়ে যায়। পাঞ্জাবের স্ট্রাইকার জর্ডান গিলের শট বাঁচিয়ে দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ।

[আরও পড়ুন: ‘অ্যায়সা মউকা ফির কাহা মিলেগা’, গান গেয়ে মাঠের পুরনো তিক্ততা ভুলছেন কোহলি]

লিগ-শিল্ড জিততে হলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতেই হত মোহনবাগানকে। ফের ত্রাতা হয়ে দেখা দিলেন সেই ব্যক্তি, যাঁর পায়ে ভরসা রেখেই স্বপ্ন দেখছে বাগান সমর্থকরা। হাফটাইমের ঠিক তিন মিনিট আগে জ্বলে উঠলেন দিমি পেত্রাতোস। তাঁর বাঁ পায়ের বাঁকানো শট পাঞ্জাবের ডিফেন্ডারদের মাঝখান দিয়ে গোলে ঢুকে যায়। পাঞ্জাব গোলরক্ষক রবি কুমার ঝাঁপ দিয়েও কিছু করতে পারেননি।

[আরও পড়ুন: জাদেজার আউটের আবেদন প্রত্যাহার, ‘বিশ্বকাপে কোহলি থাকলে কী করতে’, প্রশ্ন প্রাক্তন তারকার]

দ্বিতীয়ার্ধেও টানা আক্রমণ চালিয়ে যায় মনবীররা। বাঁ প্রান্ত ধরে গতিতে নাজেহাল করে দেন পাঞ্জাবের এই স্ট্রাইকার। একবার গোলের মুখ প্রায় খুলেও ফেলেছিলেন। কিন্তু রবি কুমার কোনও রকমে ডান হাত ছুড়ে বাঁচিয়ে দেন। সহজ সুযোগ মিস করেন জর্ডান গিলও। শেষ পর্যন্ত পেত্রাতোসের ওই একটি গোলই ব্যবধান গড়ে দিল দুদলের মধ্যে। এই জয়ের ফলে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল মুম্বই সিটি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement