Advertisement
Advertisement
Kiyan Nassiri

মোহনবাগান ছাড়লেন ডার্বির নায়ক কিয়ান নাসিরি, বিদায় আরও এক ফুটবলারের

নিয়মিত প্রথম দলে খেলার লক্ষ্যেই সবুজ-মেরুন ছাড়লেন জামশিদ পুত্র।

ISL 10: Kiyan Nassiri leaves Mohun Bagan
Published by: Subhajit Mandal
  • Posted:May 23, 2024 10:51 am
  • Updated:May 23, 2024 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বির মঞ্চে আগমনেই ইতিহাস গড়েছিলেন। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ডার্বিতে হ্যাটট্রিকের নজির এখনও তাঁর নামের পাশেই লেখা। সেই কিয়ান নাসিরি (Kiyan Nassiri) এবার মোহনবাগান ছাড়লেন। ৩ বছরের চুক্তিতে কিয়ান যোগ দিচ্ছেন চেন্নাইয়িন এফসিতে।

কিংবদন্তি ফুটবলার জামশিদ নাসিরির পুত্র কিয়ান ছোট বয়সে মোহনবাগান (Mohun Bagan) জুনিয়র দলে খেলতেন। অ্যাকাডেমিতে নজরকাড়া পারফরম্যান্সের পর সিনিয়র দলেও সুযোগ পান। ২০২২ সালে আইএসএলের (ISL) ডার্বিতে সুপার-সাব হিসেবে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। কার্যত হারতে বসা ম্যাচ একার হাতেই জিতিয়ে দেন। তারপরও একাধিক নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কারও পেয়েছেন।

[আরও পড়ুন: এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হার, আইপিএল অধরাই বিরাটদের

কিন্তু ইদানিং তারকাখচিত মোহনবাগানে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। গত মরশুমে সব মিলিয়ে ১৬ বার মাঠে নামার সুযোগ পেয়েছেন। অধিকাংশই পরিবর্ত হিসাবে। ওই ১৬ ম্যাচে একটি গোল করেন। সূত্রের খবর, নিয়মিত প্রথম দলে খেলার লক্ষ্যেই সবুজ-মেরুন ছাড়লেন জামশিদ পুত্র। চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে কিয়ানের।

[আরও পড়ুন: বিরাটকে কেন কিনেছিলেন? ১৬ বছর ট্রফিহীন থাকার পরে জানালেন বিজয় মালিয়া]

শুধু কিয়ান নন, মোহনবাগান ছাড়ছেন আর এক তরুণ ফুটবলার হামতেও। প্রতিভাবান এই তরুণ ফুটবলারও গত মরশুমে সবুজ-মেরুনের রিজার্ভ টিমে খেলেছেন। প্রথম দলে সুযোগ পেয়েছেন হাতে গোনা। তিনিও ভবিষ্যৎ ভেবেই মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নিলেন। সম্ভবত কেরালা ব্লাস্টার্সে যোগ দেবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement