Advertisement
Advertisement
India Football Team

সেপ্টেম্বরে পরীক্ষা শুরু মানোলোর, আন্তঃমহাদেশীয় কাপে কাদের বিরুদ্ধে নামবেন গুরপ্রীতরা?

দেশের মাটিতে নতুন অভিযান শুরু হতে চলেছে ভারতীয় ফুটবল দলের।

India Football Team will play Intercontinental Cup 2024 in Hyderabad under new coach Manolo Marquez

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:July 26, 2024 10:13 pm
  • Updated:July 27, 2024 12:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলে শুরু হতে চলেছে মানোলো মার্কেজ (Manolo Marquez) যুগ। আগামী সেপ্টেম্বরে আন্তঃমহাদেশীয় কাপ খেলতে নামবেন গুরপ্রীতরা। চূড়ান্ত হয়ে গেল বাকি দুটি দেশের নামও। দেশের মাটিতে হায়দরাবাদে সিরিয়া ও মরিশাসের বিরুদ্ধে শুরু হবে মানোলোর নতুন পরীক্ষা।

আন্তঃমহাদেশীয় কাপ এবার চতুর্থবার আয়োজিত হতে চলেছে। ২০১৮ সালে প্রথমবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৩-এ তৃতীয়বারও সেরা হয়েছিলেন সুনীলরা। কিন্তু এবার সুনীল ছেত্রী নেই। তাঁকে ছাড়াই মাঠে নামবে ভারতীয় দল (India Football Team)। ইতিমধ্যে কোচও বদল হয়েছে। ইগর স্টিমাচের জায়গায় ভারতের হেডস্যর হয়েছেন মানোলো।

Advertisement

[আরও পড়ুন: সিন্ধুর পরনে শাড়ি, কুর্তা-পাজামায় সেজেছেন শরথরা, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি টিম ইন্ডিয়া]

তবে সেপ্টেম্বরে আন্তঃমহাদেশীয় কাপ খুব কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে না তাঁকে। ফিফার র‍্যাঙ্কিংয়ে সিরিয়া রয়েছে ৯৩ নম্বরে। সেখানে মরিশাস অনেকটাই পিছনে ১৭৯ নম্বরে। ফলে ১২৪ নম্বরে থাকা ভারতের জন্য নতুন অভিযান শুরুটা ট্রফি দিয়েই হতে পারে বলে মনে করা হচ্ছে। ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

[আরও পড়ুন: যুদ্ধক্ষেত্র থেকে অলিম্পিকে নাচের মঞ্চ, আফগানিস্তানকে স্বপ্ন দেখাচ্ছেন ‘উদ্বাস্তু’ মানিঝা]

অবশ্য পরের মাসেই নতুন পরীক্ষায় নামবে ভারতীয় ফুটবল দল। অক্টোবরে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে গুরপ্রীতরা ভিয়েতনামে উড়ে যাবেন। সেখানে আয়োজক দেশ ভিয়েতনাম ছাড়াও লেবানন। মানোলার হাতে ভারতীয় ফুটবলের শুরুটা কেমন হয়? উত্তর পাওয়া যাবে এই দুটি প্রতিযোগিতাতেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement