স্টিমাচ। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাচকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সূত্রের খবর, ক্রোট কোচের সঙ্গে ফেডারেশনের সমঝোতা হয়েছে। ক্ষতিপূরণ হিসাবে স্টিমাচকে চার লক্ষ মার্কিন ডলার দেওয়া হবে বলে জানা গিয়েছে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি। উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নেওয়ার পরেই ভারতীয় দলের কোচের পদ থেকে ছাঁটাই করা হয় স্টিমাচকে।
‘গোল্ডেন হ্যান্ডশেক’ এর পথে না গিয়ে স্টিমাচকে সরাসরি বরখাস্ত করে দেওয়ায় আর্থিক বিপাকে পড়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। স্টিমাচের সঙ্গে ফেডারেশনের যা চুক্তি ছিল তাতে কোচের মাসিক বেতন প্রায় ২৬ লক্ষ টাকা। ফেডারেশনের সঙ্গে ইগরের চুক্তি ছিল আরও দু বছর। চুক্তি অনুযায়ী, হঠাৎ করে বরখাস্ত করে দেওয়ায় ক্ষতিপূরণ বাবদ দু’বছরের বেতন প্রাক্তন জাতীয় কোচকে দিতে হবে ফেডারেশনকে। শুধু বেতন নয়, সঙ্গে ফাইন, ট্যাক্স সব মিলিয়ে ফেডারেশনের খরচ হতে পারত ছয় কোটি টাকা। এই বিরাট অর্থ দিতে হলে প্রচন্ডভাবে আর্থিক দুর্দশার মধ্যে পড়ে যাবে ফেডারেশন।
ডামাডোলের মধ্যেই স্টিমাচকে সরাসরি বরখাস্ত করে দেয় ফেডারেশন। এতেই চটে যান বরখাস্ত হওয়া জাতীয় কোচ। ঠিক করেন, তাঁকে চুক্তিমতো অর্থ না দেওয়ার জন্য ক্ষতিপূরণ জন্যে ফিফায় নালিশ জানাবেন। প্রথমে ফেডারেশনের তরফে তাঁকে তিন মাসের মাইনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু স্টিমাচ সাফ জানিয়ে দেন, চুক্তির শর্ত অনুযায়ী তাঁকে দুবছরের বেতনই দিতে হবে। অর্থাৎ প্রায় আট কোটি টাকা দিতে হবে প্রাক্তন কোচকে।
তবে সূত্রের খবর, নিজের জেদ থেকে খানিকটা নরম হয়েছেন স্টিমাচ। ফেডারেশনের সঙ্গে একমতও হয়েছেন তিনি। প্রায় দুমাস ধরে আলোচনা চলেছে দুপক্ষের মধ্যে। শেষ পর্যন্ত জানা গিয়েছে, স্টিমাচকে ৩.৩৬ কোটি টাকা দিতে চলেছে ফেডারেশন। তবে এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে ফেডারেশন ঘনিষ্ঠদের মতে, স্টিমাচের ক্ষতিপূরণ কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.