সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ঘিরে ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশে হিন্দুদের উপর ‘নারকীয়’ অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ দলকে ভারতে খেলতে দিতে নারাজ হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার তরফে জানানো হয়েছে, কানপুরে শাকিবরা খেলতে এলে তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। এমনকী ম্যাচের আয়োজন করতে না দেওয়ার হুমকিও দিয়েছে ওই সংগঠন।
চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট হওয়ার কথা চেন্নাইয়ে। তামিলনাড়ুতে সেভাবে হিন্দু মহাসভার সংগঠন নেই। ফলে সেই ম্যাচের উপর তেমন সংকট নেই। কিন্তু সমস্যা হলে দ্বিতীয় টেস্টে। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা কানপুরে। হিন্দু মহাসভা জানিয়ে দিয়েছে, কানপুরে বাংলাদেশের তারকারা খেলতে এলে প্রবল বিরোধিতা হবে।
হিন্দু মহাসভার বক্তব্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দেশে হিন্দুদের গণহত্যা চলছে। অত্যাচার, মন্দির ভাঙা রোজকার ঘটনা। এই পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে খেলতে এলে ঘোর বিক্ষোভের মধ্যে পড়বে। এর আগে গোয়ালিয়রেও ভারত-বাংলাদেশ ম্যাচ হতে না দেওয়ার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। গোয়ালিয়রে ৬ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচেও বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়েছে।
বিসিসিআইও হিন্দু মহাসভার এই হুমকিকে বেশ গুরুত্ব দিচ্ছে। বোর্ড সূত্রের খবর, প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ে নিশ্চয়তা না দিতে পারলে কানপুর থেকে ম্যাচ সরিয়েও নেওয়া হতে পারে। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসাবে ইন্দোরকে প্রস্তুত রাখা হচ্ছে বলে বোর্ড সূত্রের খবর। তবে সরকারিভাবে বোর্ডের কোনও কর্তা মুখ খোলেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.