ইউরোয় জ্বলে উঠতে দেখা যায়নি এই তিন তারকাকে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো কাপ (Euro Cup 2024) শেষ। ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপের সেরা দল হয়েছে স্পেন। ইউরো শেষ হওয়ার পরে ইউরো কাপের সেরা একাদশ বেছে নিয়েছে উয়েফা।
সেই একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দলে জায়গা পাননি ফ্রান্সের কিলিয়ান এমবাপেও। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকেও রাখা হয়নি সেরা একাদশে।
উযেফা যে এগারো জনকে বেছে নিয়েছে তাতে স্প্যানিশ ফুটবলারেরই সংখ্যাধিক্য। ইউরোর সেরা একাদশে স্পেনের ছজন ফুটবলার রয়েছেন। ফ্রান্সের দুজন, ইংল্যান্ডের একজন, জার্মানির একজন ও সুইজারল্যান্ডের একজন জায়গা পেয়েছেন।
এবারের ইউরোয় ২৪টি দল অংশ নিলেও উয়েফার টেকনিকাল পর্যবেক্ষক দলের নির্বাচিত একাদশে জায়গা পেয়েছে ৫টি দেশের ফুটবলাররা।
এবারের ইউরোয় নিষ্প্রভ দেখিয়েছে রোনাল্ডোকে। অনেক প্রত্যাশা নিয়ে ইউরোতে এসেছিলেন। কিন্তু ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় পর্তুগালকে। টুর্নামেন্টের গোড়ায় এমবাপেও নাকে চোট পাওয়ায় নিজের সেরা ছন্দে ধরা দেননি। ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেনকেও প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। তিন দেশের তিন তারকা নিজেদের ক্যারিশমা দেখাতে পারেননি বল পায়ে।
ইউরোর শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই কারণে সেরা একাদশে স্প্যানিশ ফুটবলারেরই দাপট বেশি। ইয়ামাল, নিকো, রড্রি, ওলমোরা মাঠে নেমে ম্যাজিক দেখিয়েছেন। তার ফলাফলও পেয়েছেন তাঁরা।
ইউরোর সেরা একাদশ-
–মাইক মেনিয়ঁ (ফ্রান্স)
–কাইল ওয়াকার (ইংল্যান্ড)
–উইলিয়াম সালিবা (ফ্রান্স)
–ম্যানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড)
–মার্ক কুকুরেয়া (স্পেন)
–ফ্যাবিয়ান রুইজ (স্পেন)
–দানি ওলমো (স্পেন)
–রড্রি (স্পেন)
–নিকো উইলিয়ামস (স্পেন)
–জামাল মুসিয়ালা (জার্মানি)
–লামিনে ইয়ামাল (স্পেন)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.