Advertisement
Advertisement

Breaking News

East Bengal

গরহাজির ইউস্তে, অ্যাওয়ে ম্যাচের আগে জোরকদমে প্রস্তুতি ইস্টবেঙ্গলের

শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড।

Hector Yuste absent in East Bengal practice before ISL match

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 6, 2024 2:07 pm
  • Updated:December 6, 2024 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের প্র্যাকটিস এখন যেন লুকোচুরি খেলা! প্রতিদিনই অনুপস্থিত থাকছেন কোনও না কোনও ফুটবলার। বৃহস্পতিবার যেমন আসেননি হেক্টর ইউস্তে। এই স্প্যানিশ ডিফেন্ডার চোট কাটিয়ে শেষ ম্যাচেই দলে ফিরেছেন, প্রায় চার সপ্তাহ পর। এদিন ফের তিনি না আসায় জল্পনা শুরু হয় তাঁর চোট পুরোপুরি সারা নিয়ে। লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো অবশ্য জানিয়েছেন, বিশ্রাম দেওয়া হয়েছে হেক্টরকে।

চলতি সপ্তাহের শুরুর দিকে এভাবেই বিশ্রামে দেওয়া হয়েছিল সল ক্রেসপোকে। তবে বৃহস্পতিবার দলের অন্যদের সঙ্গে পুরোদমেই অনুশীলন করলেন তিনি। ঘণ্টা দুয়েকের অনুশীলন পর্বে ফুটবলারদের ফিজিক্যাল ফিটনেসের উপর বাড়তি নজর ছিল কোচ অস্কারের। আবার সেট-পিস এবং আক্রমণ ওঠার অনুশীলনের ক্ষেত্রে ফুটবলারদের হাতে-কলমে বুঝিয়ে দিতেও দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে অবশ্য নেই লালচুংনুঙ্গা, শেষ ম্যাচে লাল কার্ড দেখায়। তার বদলে দলে ফিরবেন প্রভাত লাকড়া। শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে নামার আগে আরও একটা বিষয়ে ভাবতে হচ্ছে অস্কারকে। দলের চার বিদেশি–ক্লেটন সিলভা, হিজাজি মাহের, ক্রেসপো এবং হেক্টর তিনটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। চেন্নাইয়িন ম্যাচে আর একটা কার্ড দেখলেই ঘরের মাঠে ওড়িশা ম্যাচে পাওয়া যাবে না তাঁদের।

উল্লেখ্য, এখনও পর্যন্ত লিগ টেবিলের শেষতম স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু অস্কার ব্রুজোর হাতে পড়ে এই ইমামি ইস্টবেঙ্গলের উপর এখন সত্যিই আশা রাখতে শুরু করেছেন লাল-হলুদ সমর্থকরা। মনে হচ্ছে, হয়তো পুরো বিষয়টি ভীষণই কঠিন। কিন্তু অস্কার ব্রুজোর হাত ধরে শেষ মুহূর্তে প্লে অফ খেলার সুযোগ আসলেও আসত পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement