দুলাল দে: বারবার ফাইনালে উঠলেও ট্রফি জোটেনি। বিশ্বকাপের নকআউটে উঠেও সোনালি সাফল্য অধরা। ব্যর্থতার তালিকায় সর্বশেষ সংযোজন নামীদামি তারকাদের নিয়ে দল গড়েও ইউরো ফাইনালে হার। সেই সব ব্যর্থতাকে সঙ্গী করেই ইংল্যান্ডের কোচের পদ থেকে অব্যাহতি নিলেন গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)।
সদ্যসমাপ্ত ইউরোয় (Euro Cup 2024) ‘ঘুমন্ত’ ফুটবল খেলেছে ইংল্যান্ড। বারবার দেশীয় সমর্থকদের সমালোচনার মুখে পড়েছে সাউথগেটের কোচিং। তবে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জুড বেলিংহ্যামরা ২-১ জেতার পরে ব্রিটিশরা আশায় ছিলেন, এবার আর খালি হাতে বার্লিন থেকে ফিরতে হবে না। সাউথগেটের হাত ধরেই ৬৮ বছরের অপেক্ষার অবসান ঘটবে। ইংল্যান্ডের ধুলো জমা ট্রফি ক্যাবিনেটে ফের আসবে সাফল্য।
কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ফাইনালে (UEFA Euro 2024) স্পেনের ভয়ংকর সুন্দর ফুটবলের সামনে চূর্ণ হয়ে যায় ব্রিটিশদের যাবতীয় প্রতিরোধ। তার পরই সাউথগেট ইঙ্গিত দেন, ইংল্যান্ডের ম্যানেজারের পদ থেকে অব্যাহতি নিতে চলেছেন তিনি। এমনিতেই চলতি বছরের শেষে কোচের পদে তাঁর মেয়াদ ফুরোচ্ছে। সেই চুক্তি আর নবীকরণ করবেন না তিনি।
২০১৬ সাল থেকে ইংল্যান্ডের কোচের পদে সাউথগেট। দীর্ঘ আট বছর দুবার দলকে ইউরো ফাইনালে তুলেছেন তিনি। একবার তুলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। সেদিক থেকে দেখতে গেলে ট্রফি না এলেও বড় টুর্নামেন্টে কোচের পদে সাউথগেটের সাফল্য ঈর্ষনীয়। তবে নকআউট পর্বে বারবার ব্যর্থতা মেনে নিতে পারছিলেন না সাউথগেট। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন সাউথগেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘোষণা করেছে, দ্রুত নয়া কোচের নাম ঘোষণা করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.