দুলাল দে: নতুন চুক্তি হওয়ার কথা ২০২৫ এর ডিসেম্বর থেকে। তখনই ঠিক হবে ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তিতে এফএসডিএল আইএসএলের সঙ্গে সিনিয়র জাতীয দল রাখবে না অন্য লিগ। কিন্তু তার আগেই আই লিগ-সহ আরও বেশ কয়েকটি জাতীয় প্রতিযোগিতা সামনের মরশুমের জন্য ফেডারেশনকে ছেড়ে দিল এফএসডিএল। বিভিন্ন প্রতিযোগিতা ছেড়ে দিলেও সামনের মরশুমের জন্য আইএসএল এবং জাতীয় দলের স্বত্ব রেখে দিয়েছে এফএসডিএল। আর আইলিগের স্বত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট পার্টনার পাওয়ার জন্য আবেদনও করে ফেলেছে ফেডারেশন।
সন্তোষ ট্রফি-সহ বেশ কিছু জাতীয় প্রতিযোগিতা আগেই ছেড়ে দিয়েছিল এফএসডিএল। শর্ত ছিল, এই প্রতিযোগিতাগুলি থেকে স্পনসর বাবদ যে আর্থিক চুক্তি হবে ফেডারেশনের সঙ্গে, সেখান থেকে ২৫ শতাংশ দিতে হবে এফএসডিএলকে। তার পরে অবশ্য সন্তোষ ট্রফি করে খুব একটা আর্থিক লাভের মুখ দেখা সম্ভব হয়নি। গত মরশুমে সুপার কাপকেও ছেড়ে দিয়েছিল এফএসডিএল। দায়িত্ব নিয়ে ওড়িশা সরকার সবরকম খরচ বহন করেছিল। সেই সময় ওড়িশা সরকার সুপার কাপ নিয়ে দীর্ঘ চুক্তিও চেয়েছিল। কিন্তু দীর্ঘ চুক্তিতে সুপার কাপ ছাড়তে রাজি হয়নি এফএসডিএল। আইএসএল সংগঠকরা চেয়েছিলেন কম সময়ের জন্য ছাড়তে। এবার যেরকম এক মরশুমের জন্য আই লিগের স্বত্ব তারা ছেড়ে দিল।
সামনের আই লিগের স্বত্ব ছেড়ে দেওয়া হল। কিন্তু আই লিগের জন্য স্পনসরশিপ কি যোগাড় করতে পারবেন ফেডারেশন কর্তারা? শুধু আই লিগ নয়। আই লিগ দ্বিতীয় ডিভিশন, আই লিগ তৃতীয় ডিভিশন, আইডব্লুএল, সন্তোষ ট্রফি এবং মহিলাদের জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য একসঙ্গে ব্রডকাস্ট পার্টনার চেয়েছে ফেডারেশন। অর্থাৎ, যে সংস্থা আই লিগ সম্প্রচার করার দায়িত্ব নেবে, সেই সংস্থাকে বাকি প্রতিযোগিতাগুলিকেও সম্প্রচার করতে হবে। আর এই প্রসঙ্গে আপাতত এগিয়ে রয়েছে ‘শ্রাচি স্পোর্টস’। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে নিজে বেশ কয়েকবার শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডির সঙ্গে মিটিং করেছেন। আপাতত দু’পক্ষের আলোচনায় যা ঠিক হয়েছে, তা হল, শ্রাচি স্পোর্টস একটি অ্যাপের মাধ্যমে আই লিগ-সহ ফেডারেশেনর শর্ত দেওয়া বিভিন্ন প্রতিযোগিতা সম্প্রচার করবে।
ফেডারেশন সভাপতি প্রথমে রাহুল টোডিকে প্রস্তাব দিয়েছিলেন, আই লিগের একটি দল নেওয়ার জন্য। আগে ফেডারেশনের যেরকম ‘অ্যারোজ’ নামে একটি দল ছিল, সেরকমই শ্রাচি স্পোর্টসকে বলা হয়েছিল, ফেডারেশনের জুনিয়র ডেভলপমেন্ট দলকে আই লিগে খেলাতে। কিন্তু শ্রাচি কর্ণধার ফেডারেশন সভাপতির সেই প্রস্তাবে রাজি না হয়ে আই লিগের তৃতীয় ডিভিশন একটি দলের দায়িত্ব নিয়েছে। এবং জানিয়েছেন, আই লিগ-সহ ফেডারেশনের বিভিন্ন প্রতিযোগিতার সম্প্রচারও তাঁরা করবেন। তার জন্য অবশ্য ফেডারেশনের শর্ত পূরণ করে নির্দিষ্টভাবে ব্রডকাস্ট পার্টনার হওয়ার জন্য ফেডারেশনের কাছে আবেদন করতে হবে শ্রাচি স্পোর্টসকে। শর্ত অনুযায়ী, ব্রডকাস্ট পার্টনার হলে তার জন্য ফেডারেশনকে একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হবে। পাশাপাশি পুরো সম্প্রচারের খরচও নিজেদের বহন করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.