সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ষোলোর লড়াই শুরু হয়ে গিয়েছে ইউরো কাপে (Euro Cup 2024)। কোয়ার্টার ফাইনালে উঠবে কোন দল? সেমিফাইনালের লড়াই হবে কাদের মধ্যে? চ্যাম্পিয়ন হবে কে? একদিকে যেমন ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা, তেমনই আসরে নামল মেটা এআই। মেটার আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স জানিয়ে দিল, কাদের মাথায় উঠবে ইউরোর শ্রেষ্ঠত্বের মুকুট?
প্রি-কোয়ার্টার ফাইনাল: এআই-এর মতে কোয়ার্টার ফাইনালে উঠবে ইটালি, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং তুরস্ক। অর্থাৎ বড়সড় কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই শেষ ষোলোয়। একমাত্র ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচ থেকে বেরিয়ে যাবেন ডি ব্রুইনরা। সেটাই অনুমান মেটা এআই-এর।
কোয়ার্টার ফাইনাল: স্পেনের সামনে উড়ে যাবে আয়োজক দেশ জার্মানি। অন্যদিকে কিলিয়ান এমবাপের ফ্রান্সের কাছে হারবে পর্তুগাল। ফলে ইউরো জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে রোনাল্ডোর। আবার মেটা এআই-এর মতে তুরস্ককে হারিয়ে নেদারল্যান্ডস এগিয়ে যাবে সেমিফাইনালের দিকে। আর গত ইউরোর ফাইনালের স্মৃতি উসকে ইটালি হারিয়ে দেবে ইংল্যান্ডকে।
সেমিফাইনাল: শেষ চারে অপ্রতিরোধ্য হয়ে উঠবেন লা রোখারা। দুরন্ত ফুটবল খেলে স্পেনের তরুণ তুর্কিরা উড়িয়ে দেবেন ফ্রান্সকে। অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডস হারিয়ে দেবে ইটালিকে। ফলে ফাইনালে ফিরে আসবে ২০১০ বিশ্বকাপ ফাইনাল।
ফাইনাল: সেবার চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ইনিয়েস্তার শেষ মুহূর্তে গোলে বিশ্বসেরা হয় লা রোখারা। মেটা এআই-এর মতে ইউরোতেও তার ব্যতিক্রম ঘটবে না। নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হবে ইটালি।
শেষ পর্যন্ত কি মেটার অনুমান মিলবে? সেটা সময়ই বলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.