ছবি: সংগৃহীত।
জার্মানি: ২ (মুসিয়ালা, গুন্দোগান)
হাঙ্গেরি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোয় অপ্রতিরোধ্য জার্মানি। উদ্বোধনী ম্যাচে বিপক্ষকে পাঁচ গোলে দুরমুশ করার পর হাঙ্গেরির বিরুদ্ধেও জয় জামাল মুসিয়ালাদের। এদিন তাঁর গোলেই এগিয়ে যায় জার্মানি। ইউরোর প্রি-কোয়ার্টার ফাইনালেও কার্যত নিশ্চিত হয়ে গেল আয়োজক দেশ। উল্লেখ্য, ২০১৬ সালের পর এই প্রথমবার হাঙ্গেরিকে হারাল জার্মানি।
এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানিয়েছেন টনি ক্রুজরা। ১১ মিনিটে দুর্দান্ত সুযোগ পেয়েও গোলের জালে বল জড়াতে পারেননি কাই হ্যাভার্ৎজ। তবে মুসিয়ালা থেকে শুরু করে ফ্লোরিয়ান উইর্ৎজ- গোলের সুযোগ তৈরি করে গিয়েছেন সকলেই। তারই ফল ২৩ মিনিটে মুসিয়ালার গোল। বিপক্ষ ডিফেন্ডারদের পায়ের জাল ঘিরে রাখলেও গোল করতে ভুল করেননি জার্মান তারকা। তেকাঠির সামনে হাঙ্গেরির রক্ষণভাগকে কার্যত দর্শক বানিয়ে গোল করেন মুসিয়ালা। তবে প্রথমার্ধের শেষ দিকে অল্পের জন্য দিকভ্রষ্ট হয় তাঁর গোলমুখী শট।
১-০ ফলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করলেও আক্রমণের ঝাঁজ এতটুকু কমায়নি জার্মানি। ৬৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইকাই গুন্দোগান। বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা গুন্দোগানকে নিখুঁত পাস দেন মুসিয়ালা। গোলে বল ঠেলতে ভুল করেননি গুন্দোগান। গোলের পরেই মুসিয়ালাকে তুলে নেন কোচ। তবে জার্মানির আক্রমণাত্মক মেজাজে খেলা থামেনি। অন্যদিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আসেনি হাঙ্গেরির পক্ষে। এদিন হাঙ্গেরিকে হারিয়ে প্রি-কোয়ার্টারে খেলা প্রায় নিশ্চিত করে ফেলল জার্মানি (Germany)।
তবে এদিন জেতা ম্যাচ ড্র করে মাঠ ছাড়ল ইউরো কাপের (Euro Cup 2024) আরেক শক্তিশালী দল ক্রোয়েশিয়া। এদিন আলবেনিয়ার বিরুদ্ধে নেমেছিলেন লুকা মদ্রিচরা। মাত্র ১১ মিনিটের মাথায় লাসির গোলে এগিয়ে যায় আলবেনিয়া। বিরতির পরে দীর্ঘক্ষণ লিড ধরে রেখেছিল তারা। ৭৪ মিনিটে সমতা ফেরান ক্র্যামারিচ। দুমিনিটের মধ্যেই গাসুলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তবে অতিরিক্ত সময়ে তিনিই গোল করে ম্যাচ ড্র করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.