Advertisement
Advertisement

Breaking News

East Bengal

লক্ষ্য কলকাতা লিগের শীর্ষস্থান, পুলিশের বাধা নিয়ে সাবধানি ইস্টবেঙ্গল

কলকাতা লিগে অশ্বমেধের ঘোড়া হয়ে ছুটছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল।

East Bengal to face police in Kolkata League

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 6, 2024 12:52 pm
  • Updated:September 6, 2024 12:52 pm  

স্টাফ রিপোর্টার: কলকাতা লিগে অশ্বমেধের ঘোড়া হয়ে ছুটছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। এখনও লিগে কোনও ম্যাচ হারেনি তারা। ১১ ম্যাচের মধ্যে ড্র মাত্র একটা, বাকি সব জয়। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকার গ্রুপ ‘বি’-তে দু’নম্বরে রয়েছে লাল-হলুদ, সমান পয়েন্ট নিয়েও শীর্ষে ভবানীপুর। তবে একটা ম্যাচ কম খেলার সুবাদে ইস্টবেঙ্গলের সামনে সুযোগ রয়েছে ভবানীপুরকে পিছনে ফেলার।

সেই লক্ষ্য নিয়েই শুক্রবার ঘরের মাঠে কলকাতা পুলিশের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবলের মাঝের দিকে থাকলেও এবারই প্রোমোশন পাওয়া পুলিশের দলটি চমক দিয়েছে লিগে। এমনকি মোহনবাগানও কোনওরকমে হার বাঁচিয়েছে তাদের বিরুদ্ধে। এমন দলের মুখোমুখি হওয়ার আগে সাবধানী লাল-হলুদ কোচ বিনো জর্জ। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার আগে গ্রুপের শেষ ম্যাচ জিতে শীর্ষে ওঠাই লক্ষ্য তাঁর। বিনোর কথায়, “আমাদের কাছে সব ম্যাচই কঠিন। প্রতিপক্ষকে সম্মান করছি। তবে তিন পয়েন্টের জন্যই ছেলেদের তৈরি করেছি। আর ফুটবলাররাও এই ম্যাচের গুরুত্ব জানে। ফলে ওরা মাঠে সেরাটাই দেবে।”

Advertisement

[আরও পড়ুন: একবছরে লাভ বাড়ল ৩৪০ শতাংশ! বিরাট আয় চেন্নাই সুপার কিংসের

১২ দিন পর ফের লিগে ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল। মাঝে লখনউয়ে ফেডারেশন আয়োজিত প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিল তারা। দলের সঙ্গে লখনউ না গেলেও কলকাতা লিগে ম্যাচের আগে পুরোদমেই অনুশীলন করলেন ফরোয়ার্ড জেসিন টিকে। ছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস, সঞ্জীব ঘোষ, আমন সিকে, আদিত্য পাত্র, মহম্মদ মোশারফ, নসীব রহমানরা। এরমধ্যে নসীব দীর্ঘদিন চোটের জন্য লিগের ম্যাচ খেলেননি। তবে লখনউয়ের ডার্বিতে প্রথম দলেই তাঁকে রেখেছিলেন কোচ বিনো। মনে করা হচ্ছে, কলকাতা পুলিশের বিরুদ্ধেও শুরু থেকে খেলবেন নসীব। তবে অনুশীলনে আসেননি পিভি বিষ্ণু। সূত্রের খবর, জ্বরের জন্য অনুপস্থিত ছিলেন তিনি।

[আরও পড়ুন: একুশ বছরে ৯০০ গোল, পরিসংখ্যানে রোনাল্ডোর অবিশ্বাস্য কেরিয়ার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement