Advertisement
Advertisement
East Bengal

ঘরের মাঠে সুপারহিট ইস্টবেঙ্গল, পুলিশকে ৬ গোলের মালা পরাল লাল-হলুদ

নবাগত জিকসন, ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের সামনে পুলিশকে বিধ্বস্ত করল লাল-হলুদ।

East Bengal destroyed Police AC in CFL 2024

গোলের পরে সায়ন।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 19, 2024 5:06 pm
  • Updated:July 19, 2024 6:00 pm  

ইস্টবেঙ্গল-৬ পুলিশ-০
(সায়ন, বিষ্ণু, শ্যামল, জেসিন-২, আমন)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাস্টমসের বিরুদ্ধে থেমে গিয়েছিল ইস্টবেঙ্গলের অশ্বমেধের ঘোড়া। ডার্বির পরের ম্যাচেই ড্র করেছিল লাল-হলুদ। শুক্রবার পুলিশকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। বাধভাঙা লাল-হলুদ আক্রমণ আছড়ে পড়ল পুলিশ এসি-র পেনাল্টি বক্সে। গোলর বন্যা বইল ইস্টবেঙ্গল মাঠে। লাল-হলুদ ব্রিগেড ৬-০ গোলে হারাল পুলিশকে। 
ঘরের মাঠে খেলা। ইস্টবেঙ্গলে সই করা জিকসন সিংকে উপস্থিত করা হয়েছিল দর্শকদের সামনে। তাঁর সামনেই সায়ন-বিষ্ণুরা বিধ্বস্ত করলেন পুলিশকে। দুই প্রান্ত থেকে গোলের গন্ধ মাখা পাস থেকে গোল এল, মাঝখানে একাধিক পাস খেলল ইস্টবেঙ্গল। 

[আরও পড়ুন: অলিম্পিকে সম্ভাব্য পদকজয়ী: ব্যাডমিন্টনে স্বপ্ন দেখাচ্ছেন চিরাগ-সাত্ত্বিক]

তবে পুলিশ এসি কোনওভাবেই ইস্টবেঙ্গলকে বেগ দিতে পারেনি। উলটে হাই লাইন ডিফেন্স খেলে ইস্টবেঙ্গলকে আরও সুযোগ করে দিল পুলিশ।
সায়ন বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। তার পরে খেলা যত গড়াল গোলের সংখ্যা বেড়েই চলল। পুলিশের কোচ প্রশান্ত চক্রবর্তী প্রাক্তন ফুটবলার। তিনিও তাঁর ছেলেদের ভিতরে লড়াকু মানসিকতা তৈরি করতে পারেননি।
সায়নের প্রথম গোলটির ক্ষেত্রে পুলিশের গোলকিপারের হাতে লেগে গোল হয়ে যায়। দুজন পুলিশের ডিফেন্ডারের মাঝখান দিয়ে ছিটকে গিয়ে বিষ্ণু ২-০ করেন ইস্টবেঙ্গলের হয়ে। বিরতির পরে ইস্টবেঙ্গলের দাপট আরও বাড়ে। দুই প্রান্ত থেকে আছড়ে পড়ে আক্রমণ। আর প্রতিবারই পুলিশ এসি-র ডিফেন্সে হাঙরের হাঁ তৈরি হয়। জেসিনের পাস থেকে শ্যামল বেসরা ৩-০ করেন। জেসিন জোড়া করেন। লাল-হলুদের হয়ে ষষ্ঠ গোলটি করেন আমন সিকে। এক্ষেত্রে পাস বাড়ান জেসিন। তিনি গোল করলেন, গোলের পাস বাড়ালেন। সব মিলিয়ে ইস্টবেঙ্গল সুপারহিট।

Advertisement

[আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে সমঝোতার বার্তা দিয়ে বোর্ডকে চিঠি বিরাটের! কী বলছে বিসিসিআই?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement