Advertisement
Advertisement
East Bengal

শাস্তি মানতে নারাজ, আনোয়ার ইস্যুতে এবার দিল্লি হাই কোর্টে ইস্টবেঙ্গল

ফেডারেশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ চায় লাল-হলুদ শিবির।

East Bengal appeals at Delhi HC against AIFF decision on Anwar Ali
Published by: Anwesha Adhikary
  • Posted:September 12, 2024 4:15 pm
  • Updated:September 12, 2024 6:24 pm

দুলাল দে: আনোয়ার আলি (Anwar Ali) ইস্যুতে এবার দিল্লি হাই কোর্টে আবেদন করল ইস্টবেঙ্গল (East Bengal)। জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লি হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেছে লাল-হলুদ শিবির। আনোয়ারের পাশাপাশি ইস্টবেঙ্গলকেও যে শাস্তি দিয়েছে ফেডারেশন, সেই সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে। ইস্টবেঙ্গলের পাশাপাশি উচ্চ আদালতে আবেদন করেছে দিল্লি এফসিও। সাসপেন্ড হওয়া তারকা ফুটবলারও আবেদন করেছেন দিল্লি হাই কোর্টে। 

গত মঙ্গলবার ফেডারেশনের তরফে জানানো হয়, মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গের কারণে বড়সড় শাস্তি পেতে চলেছেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার। সদ্য ইস্টবেঙ্গলে সই করা ডিফেন্ডারকে আগামী ৪ মাসের জন্য খেলতে দেওয়া হবে না। পাশাপাশি প্রাক্তন ক্লাব মোহনবাগানকে ১২ কোটি ৯০ লক্ষা টাকা জরিমানা দিতে হবে। তবে যৌথভাবে জরিমানার অঙ্ক মেটাতে হবে আনোয়ার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে।

Advertisement

[আরও পড়ুন: ফের টেন হ্যাগের বিরুদ্ধে বিস্ফোরণ! ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আমূল পরিবর্তনের দাবি রোনাল্ডোর

আনোয়ারের জরিমানা মেটানো ছাড়াও বিরাট শাস্তির মুখে পড়তে হয় ইস্টবেঙ্গলকে। ফেডারেশন সাফ জানিয়ে দেয়, আগামী দুটি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে কোন‌ও নতুন ফুটবলার নিতে পারবে না লাল-হলুদ শিবির। যেহেতু দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আনোয়ার, তাই শাস্তির আওতায় পড়েছে রঞ্জিত বাজাজের ক্লাবও। ইস্টবেঙ্গলের মতোই আগামী দুটি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে নতুন ফুটবলারদের দলে নিতে পারবে না দিল্লি।

ফেডারেশনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই অবশ্য পালটা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল ইস্টবেঙ্গল। শোনা গিয়েছিল, আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ফেডারেশনে আবেদন করা হবে নাকি সরাসরি আইনি লড়াই হবে আদালতে, সেই নিয়ে ভাবনাচিন্তা করছে ইস্টবেঙ্গল। তার পরেই দিল্লি হাই কোর্টে আবেদন লাল-হলুদের। তবে এখনই আইনি লড়াই নয়, কেবল ফেডারেশনের নির্দেশে স্থগিতাদেশ চেয়েছে ইস্টবেঙ্গল। কারণ স্থগিতাদেশ পেলেই আইএসএলে খেলতে পারবেন আনোয়ার। সূত্রের খবর, ফেডারেশনের কাছেও আলাদা করে আবেদন করতে চলেছে ইস্টবেঙ্গল। 

[আরও পড়ুন: নতুন কীর্তির হাতছানি! শচীনের নজির ভেঙে কোন রেকর্ড গড়বেন কোহলি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement