Advertisement
Advertisement

Breaking News

East Bengal

ঘোষিত এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের সূচি, ইস্টবেঙ্গলের গ্রুপে কারা?

গ্রুপ 'এ'-তে ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে ভুটানে।

East Bengal AFC Challenge League group stage schedule announced

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:August 22, 2024 1:36 pm
  • Updated:August 22, 2024 2:12 pm

শিলাজিৎ সরকার: ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন আসিরের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। হাতছাড়া হয়েছে এসিএল-এ গ্রুপ পর্বে খেলার সুযোগও। তবে লাল-হলুদ বাহিনীর সামনে এখন এএফসি চ্যালেঞ্জ লিগের নতুন লড়াই। ২৬ অক্টোবর থেকে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে নামবে কার্লেস কুয়াদ্রাতের দল।

ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ ‘এ’-তে। সেখানে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ভুটানের পারো এফসি। ২৬ অক্টোবর প্রথম ম্যাচ লাল-হলুদ বাহিনীর। পরের ম্যাচ দুটি হবে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর। গ্রুপ স্টেজে মোট পাঁচটি গ্রুপ থাকছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা রানার্স, মোট চার দল ওয়েস্ট জোন থেকে নকআউটে যাবে। বাকি তিনটি যাবে ইস্ট গ্রুপ থেকে।

Advertisement

[আরও পড়ুন: ‘দ্রাবিড়, আগরকরের মতো বিশ্বজয়ের কৃতিত্ব জয় শাহরও’, বলছেন রোহিত]

২০২৪-র সুপার কাপ জয়ের সৌজন্যে এশিয়ার লড়াইয়ে নামার সুযোগ পান ক্লেটন সিলভারা। কিন্তু আলটিন আসির কাছে ৩-২ গোলে হারায় এসিএলের গ্রুপ পর্বে খেলার সুযোগ হাতছাড়া রয়েছে। ফলে তাদের এখন খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগে। গ্রুপ ‘এ’-তে থাকা নেজমেহ ২০২৩-২৪-র প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। এর আগে ২০১০ সালে এএফসি কাপের গ্রুপ স্টেজে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল লেবাননের দল। সেবার অবশ্য দুই লেগেই হার মানতে হয়েছিল লাল-হলুদ বাহিনীকে।

[আরও পড়ুন: ‘ভারতের বিরুদ্ধে সিরিজ অ্যাশেজের সমান’, বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে উত্তেজিত স্টার্ক]

বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। অন্যদিকে পারো এফসি-ও ভুটানের প্রিমিয়ার লিগ জিতে এশিয়ার লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ পর্বের সবকটি ম্যাচই হবে এক লেগের। তবে ২০২৫-র ৫ মার্চ থেকে শুরু হতে চলা কোয়ার্টার ফাইনালে থাকবে দুটি লেগে। যা চলবে ১৩ মার্চ পর্যন্ত। সেমিফাইনাল হবে ৯ এপ্রিল থেকে ১৭ এপ্রিল। ফাইনাল ১০ মে, ২০২৫। এশিয়ার লড়াইয়ে কি সাফল্য অর্জন করতে পারবে ইস্টবেঙ্গল? কুয়াদ্রাতের টিমের দিকে বহু আশা নিয়ে তাকিয়ে রয়েছেন ভক্তরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement