স্টাফ রিপোর্টার : ডুরান্ড (Durand Cup 2024) ফাইনালে চলে গিয়েছে দল। এখন সামনে শুধু একটি মাত্র ম্যাচ। সেই ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারাতে পারলেই ফের ডুরান্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান। ফাইনাল নিয়েও সতর্ক মোহনবাগান কোচ জোস মোলিনা। ডুরান্ড ফাইনালে আবার বাংলার ফুটবলপ্রেমীদের পাশে চাইছেন মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। বুধবার তিনি জানান, “মোহনবাগান ডুরান্ড ফাইনাল খেলবে। সবাইকে বলব ওদের সমর্থন করতে। আমরা দারুণ দল গড়েছি।” এসবের মধ্যে মোহনবাগান সমকর্থকদের একটাই চিন্তা– দলের অধিনায়ক শুভাশিস বসুর চোটের অবস্থা কেমন? মঙ্গলবার বেঙ্গালুরু ম্যাচে তিনি চোট পেয়ে উঠে গিয়েছিলেন। এদিন শুভাশিসকে পুরোপুরি বিশ্রাম দিয়েছিলেন কোচ। বৃহস্পতিবার দল ফের অনুশীলনে নামবে। তখনই বোঝা যাবে শুভাশিস পরের ম্যাচে খেলতে পারবেন কিনা।
অন্যদিকে, চোট পাওয়া জেমি ম্যাকলারেনও ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তাঁকে ঝুঁকি নিয়ে ডুরান্ডে খেলাতে চায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। আশা করা যাচ্ছে, আইএসএলের প্রথম ম্যাচ থেকেই ম্যাকলারেনকে পাওয়া যাবে। এক স্যোশাল মিডিয়া পোস্টে সেই বার্তাই দিয়েছেন মোহনবাগানের এই অজি তারকা। এখনও পর্যন্ত একটি ম্যাচেও পাওয়া যায়নি ম্যাকলারেনকে। স্বভাবতই তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে আছেন সবুজ-মেরুন সমর্থকরা। তবে, রক্ষণ নিয়ে কিছুটা চিন্তায় মোলিনা। ফাইনালের আগে রক্ষণের ভুল-ত্রুটি সারিয়ে ফেলতে চান তিনি। যদিও শুভাশিস চোট পেয়ে উঠে যাওয়ার পর তাঁর বদলে তরুণ দীপেন্দু বিশ্বাস কিছুটা হলেও নির্ভরতা দিয়েছেন মোহনবাগান কোচকে।
সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্তভাবে ফিরে এসেছেন জেসন কামিংসরা। তার উপর দুরন্ত ছন্দে রয়েছেন গোলকিপার বিশাল কাইথ। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দুই ম্যাচেই টাইব্রেকারে দলকে জেতাতে বিশেষ ভূমিকা নিয়েছেন এই গোলকিপার। ফাইনালের আগে তাই মোহনবাগানকে (Mohun Bagan) নিয়ে স্বপ্ন দেখছে সবুজ-মেরুন সমর্থকরা। গতবার ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড জিতেছিল মোহনবাগান। এবারও নর্থ ইস্টের বিরুদ্ধে ফাইনাল জেতা নিয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির। দেখা যাক, কী হয়?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.