Advertisement
Advertisement
Diego Forlan

বিশ্বকাপে জিতেছিলেন সোনার বল, সেই ফোরলানই এবার মাতাবেন টেনিস দুনিয়া!

ভারতের ক্লাবেও খেলে গিয়েছেন উরুগুয়ের প্রাক্তন ফুটবলার। নভেম্বরে উরুগুয়ে ওপেন টেনিস টুর্নামেন্টে খেলবেন তিনি।

Diego Forlan: Former Uruguay striker to make professional tennis debut

দিয়েগো ফোরলান। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:October 23, 2024 9:40 am
  • Updated:October 23, 2024 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরের পর অনেক ক্রীড়াবিদই যুক্ত হন অন্য খেলার সঙ্গে। ফুটবলারদের মধ্যে তো এমন ঘটনা প্রায়ই দেখা যায়। কেউ খেলছেন গলফ, তো কেউ আবার পেশাদার বক্সিং। এবার সেই তালিকায় নাম লেখালেন দিয়েগো ফোরলান। উরুগুয়ের প্রাক্তন তারকা এখন পেশাদার টেনিস খেলোয়াড়।

২০১০ বিশ্বকাপে স্বপ্নের ফুটবল উপহার দিয়েছিলেন ফোরলান(Diego Forlan)। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল জিতেছিলেন। পরে ভারতে মুম্বই এফসি-র হয়েও খেলেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলা তারকাকে এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও ধরা হয়। ফোরলান অবসর নিয়েছেন ২০১৯ সালে। এবার টেনিস কোর্টে পেশাদারভাবে শুরু হবে তাঁর নতুন অভিযান।

Advertisement

৪৫ বছর বয়সি তারকার টেনিসের প্রতি টান ছিল ছোটবেলা থেকেই। গতবছর থেকে টেনিস খেলা শুরুও করেন। নভেম্বরে উরুগুয়ে ওপেন টেনিস টুর্নামেন্টে খেলবেন ফোরলান। তবে সিঙ্গলস নয়, নামবেন ডবলসে। টুর্নামেন্টের আয়োজকদের তরফ থেকে ইতিমধ্যেই সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর সঙ্গী হবেন আর্জেন্টিনার ফেডেরিকো কোরেয়া। টুর্নামেন্টটি চলবে ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।

ফোরলান ছাড়াও অনেক ফুটবলারকেই দেখা গিয়েছে খেলা ছাড়ার পর অন্য খেলায় যুক্ত হতে। যেমন, রিয়াল মাদ্রিদের প্রাক্তন গ্যারেথ বেল চুটিয়ে গলফ খেলেন। আবার লিও ম্যাকেঞ্জিকে দেখা গিয়েছে বক্সিং রিংয়ে। চেলসির প্রাক্তন গোলকিপার পেত্র চেক আইস হকি খেলেছেন। তবে টেনিস দুনিয়াতে ফোরলানই প্রথম নন। এর আগে একটি টুর্নামেন্টে খেলেছিলেন কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement