Advertisement
Advertisement
East Bengal

ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ কোচের নতুন ঠিকানা বাংলাদেশের নামী ক্লাব! কথা চূড়ান্ত

কোন ক্লাবে যাচ্ছেন প্রাক্তন লাল-হলুদ কোচ?

Dhaka Abahani ropes in former East Bengal coach Mario Rivera

ফাইল ছবি।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 1, 2024 7:12 pm
  • Updated:July 1, 2024 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলেয়ান্দ্রো মেনেন্দেজের সহকারী হয়ে ইস্টবেঙ্গলে এসেছিলেন তিনি। আই লিগের ম্যাচের আগে বা পরে মেনেন্দেজের দোভাষী হিসেবে তাঁকে দেখা যেত। তিনি মারিও রিভেরা। একসময়ে কলকাতার সংবাদপত্রে তাঁকে সুপার মারিও বলেও ডাকা হত।
সূত্রের খবর, সেই মারিও রিভেরাকে বাংলাদেশের ক্লাবে কোচিং করাতে দেখা যেতে পারে। ঢাকা আবাহনীর সঙ্গে নাম জড়িয়েছে রিভেরার। খবর এমনটাই।
আইএসএলে ইস্টবেঙ্গলকে কোচিং করিয়েছেন রিভেরা। তারপরে তিনি আর খবরের মধ্যে ছিলেন না। ব্রুনেই জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেন রিভেরা। নতুন করে মারিও রিভেরার নাম আবার ভেসে উঠেছে। তবে এবার বাংলাদেশের ক্লাবের সঙ্গে জড়াচ্ছে তাঁর নাম। 

[আরও পড়ুন: ‘সেদিনের ছোট্ট ছেলেটা আজ কিংবদন্তি’, বিশ্বজয়ী বুমরাহকে নিয়ে আবেগঘন পোস্ট প্রতিবেশীর]

সূত্রের খবর, আগামী মরশুমে আবাহনী ঘুরে দাঁড়াতে চাইছে। শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আবাহনী কর্তারা। সেই কারণেই মারিও রিভেরার সঙ্গে তাঁরা কথাবার্তা বলছেন। রিভেরার সঙ্গে কথাবার্তা প্রায় পাকা বলেই জানাচ্ছেন আবাহনী কর্তারা। যদিও রিভেরার সঙ্গে যোগাযোগ করা হলে নিজের নতুন ঠিকানা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রিভেরা।

Advertisement
মারিও রিভেরা।

বসুন্ধরা কিংসের দায়িত্বেও রয়েছেন আর এক স্প্যানিশ কোচ। তিনি অস্কার ব্রুজোঁ। অতীতে ভারতের ক্লাব স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায় কোচিং করানোর পাশাপাশি আইএসএলেও সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অস্কার ব্রুজোঁর। তাঁর পাশাপাশি এবার মারিও রিভেরাও আসতে চলেছেন বাংলাদেশের ক্লাবে। কলকাতায় ক্লাব কোচিং করার অভিজ্ঞতার জন্যই মারিও রিভেরাকে পছন্দ হয়েছে আবাহনী কর্তাদের।

[আরও পড়ুন: কলকাতা লিগে বিবর্ণ মহামেডান স্পোর্টিং, খিদিরপুরের কাছে থেমে গেল সাদা-কালো ব্রিগেড

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement