Advertisement
Advertisement
Cristiano Ronaldo

একুশ বছরে ৯০০ গোল, পরিসংখ্যানে রোনাল্ডোর অবিশ্বাস্য কেরিয়ার

স্পোর্টিং লিসবন থেকে শুরু করে আল নাসের, এক নজরে রোনাল্ডোর গোটা কেরিয়ার।

Cristiano Ronaldo scores 900th goal, look at his career
Published by: Subhajit Mandal
  • Posted:September 6, 2024 10:26 am
  • Updated:September 6, 2024 10:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ বছর ৯০০ গোল। স্পোর্টিং লিসবন থেকে শুরু করে আল নাসের। দুদশক বিশ্ব ফুটবলে রাজত্ব তাঁর, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার অনন্য নজিরের মালিক। যে কোনও ক্রীড়াবিদের কেরিয়ারে চড়াই-উতরাই থাকে, ওঠানামা থাকে। রোনাল্ডোর কেরিয়ারেও হয়তো ছিল। চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে পিছিয়ে পড়াও ছিল। সেসব ছাপিয়ে রোনাল্ড বারবার প্রমাণ করেছেন, তিনি সর্বকালের সেরাদের অনন্য।

একনজরে রোনাল্ডর দীর্ঘ কেরিয়ার:

Advertisement

২০০২-০৩ — ৫
২০০৩-০৪ — ৮
২০০৪-০৫ — ১৬
২০০৫-০৬ — ১৫
২০০৬-০৭ — ২৮
২০০৭-০৮ — ৪৬
২০০৮-০৯ — ২৭
২০০৯-১০ — ৩৪
২০১০-১১ — ৫৬
২০১১-১২ — ৬৯
২০১২-১৩ — ৫৯

[আরও পড়ুন: রাম রহিমকে ৬ বার প্যারোলে মুক্তি দিয়েছিলেন, হরিয়ানায় সেই জেলারই এবার বিজেপি প্রার্থী!]

২০১৩-১৪ — ৬২
২০১৪-১৫ — ৬৬
২০১৫-১৬ — ৫৭
২০১৬-১৭ — ৫৬
২০১৭-১৮ — ৫৪
২০১৮-১৯ — ৩১
২০১৯-২০ — ৪৮
২০২০-২১ — ৪৬
২০২১-২২ — ৩২
২০২২-২৩ — ২৩
২০২৩-২৪ — ৫৭
২০২৪-২৫ — ৫

[আরও পড়ুন: শেষমুহূর্তে বাতিল রাইড, মেজাজ হারিয়ে মহিলা যাত্রীকে চড় অটো চালকের!

কোন ক্লাবে কত গোল?
পর্তুগাল — ১৩১
রিয়াল মাদ্রিদ — ৪৫০
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড — ১৪৫
জুভেন্তাস — ১০১
আল নাসের — ৬৮
স্পোর্টিং লিসবন — ৫

কেরিয়ারের শুরুটা নিজের দেশের ক্লাব স্পোর্টিং লিসবন থেকে। সেখান থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে মহাতারকা হয়ে ওঠা। কিংবদন্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন রিয়াল মাদ্রিদে থাকাকালীনই। জুভেন্তাস ছেড়ে আল নাসেরে যাওয়ার আগেই সর্বকালের সেরাদের তালিকায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন সিআর সেভেন। দুদশকের দীর্ঘ কেরিয়ারে বারবার প্রত্যাবর্তনের রূপকথা লিখেছেন রোনাল্ডো। আবারও সেটাই করলেন। ইউরোর ব্যর্থতার পর যারা তাঁকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, তাদের যোগ্য জবাব দিলেন কেরিয়ারের ৯০০ তম গোলটি করে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement