সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ফুটবলের কিংবদন্তি। যে দেশের ক্লাবেই খেলতে গিয়েছেন, সেখানে অসংখ্য সাফল্য পেয়েছেন। গোলের পর গোল করে রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সেই সঙ্গে ভক্তদের কাছে ঘুরেফিরে আসছে আরেকটি প্রশ্ন। ৩৯ বছর বয়সি পর্তুগিজ তারকা আর কতদিন খেলবেন? সেই বিষয়ে এবার মুখ খুললেন রোনাল্ডো।
গত ইউরো কাপ খুব একটা ভালো যায়নি তাঁর। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। অন্যদিকে সৌদির ক্লাব আল নাসেরে তিনি ধারাবাহিক গোল করলেও চেনা সাফল্য আসেনি। কিন্তু রোনাল্ডো পরিষ্কার করে দিলেন, এখনই অবসরের কোনও পরিকল্পনা তাঁর নেই। তিনি জানান, “আগামী দুই বা তিন বছরে আমি অবসর নেব কিনা, সেটা এখনও জানি না। তবে সম্ভবত আমি আল নাসর থেকেই অবসর নেব।”
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে এসেছিলেন পাঁচ বারের ব্যালন ডিওর জয়ী তারকা। যিনি নিজের কেরিয়ারের প্রায় প্রতি বছরই ক্লাবের হয়ে কোনও না কোনও বড় ট্রফি জিতেছেন, তাঁকে নিয়ে জল্পনা চলছে। সৌদির ক্লাব আল নাসেরে থাকবেন কিনা, সেই প্রশ্নও উঠছে। রোনাল্ডো যদিও বলছেন, “এখানে আমি খুব ভালো আছি। এই দেশে থাকতেও আমার ভালো লাগছে। সৌদি আরবে খেলে আমি খুশি এবং আমি এখানেই খেলব।”
কিন্তু অবসরের পর? তখন কি কোচিংকেই পেশা হিসেবে বেছে নেবেন রোনাল্ডো? সেই সম্ভাবনাও আপাতত নাকচ করে দিয়েছেন সিআর৭। তিনি বলেছেন, “আমি কোনও ফুটবল দলের কোচ হওয়ার কথা ভাবছি না। ফলে আমি এখন এসব আমার মাথাতেই নেই। তবে ভবিষ্যতে ফুটবলের বাইরে অনেক কিছুই করতে চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.