সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা ফাইনালের (Copa America Final 2024) পুরো নব্বই মিনিট মাঠে থাকতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) । খেলার ৬৫ মিনিটে চোট পেয়ে বেরিয়ে যেতে হল তাঁকে। দৌড়নোর সময়ে পায়ের পেশিতে চোট লাগে এলএম ১০-এর। এখনও পর্যন্ত মেসির চোট নিয়ে আর্জেন্টিনা শিবির থেকে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে চোট যে গুরুতর তা বোঝা যায় মেসি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই। তুলে নেওয়ার জন্য তিনি নিজেই ইশারা করেন। বরফ পায়ে বেঁধে ডাগ আউটে বসে হাপুস নয়নে কাঁদছেন মেসি।
এই দৃশ্য দেখার পরে আর্জেন্টাইন সমর্থকরাও বিষণ্ণ হয়ে যান। প্রথমার্ধের ৩৫ মিনিট নাগাদ কলম্বিয়া ডিফেন্ডারের কড়া ট্যাকলে চোট পেয়েছিলেন তিনি। মাঠের মধ্যেই তাঁর চিকিৎসা হয়। তার পরে মাঠে ফেরেন মেসি। দ্বিতীয়ার্ধে পাওয়া চোটের পরে মেসি আর নামতেই পারলেন না। কাঁদতে কাঁদতে মাঠের বাইরে বেরিয়ে যান। তখনও কি তিনি জানতেন মহাম্যাচ গড়াবে ১২০ মিনিট! ১১২ মিনিটে মার্টিনেজের পা থেকে আসবে ওরকম দুর্দান্ত এক গোল! মার্টিনেজ-দি মারিয়ারা হাসি ফুটিয়ে যাবেন মহানায়কের মুখে, এও তো কেউ কল্পনা করেননি। এবারের কোপায় নিজের নামের প্রতি সুবিচার না করেও মেসি দেশকে দিয়ে গেলেন কোপা আমেরিকা। সেমিফাইনালে কেবল একটি গোল করেছেন। ফাইনালেও মেসিসুলভ কিছু পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। এটাই হয়তো তাঁর শেষ কোপা আমেরিকা। ফাইনালে নামার আগে বলেছিলেন, তিনি উপভোগ করছেন মুহূর্ত। ফাইনাল কিন্তু উপভোগ করতে পারলেন না মেসি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.