Advertisement
Advertisement

Breaking News

East Bengal

শক্তিশালী দল তৈরির অঙ্গীকার ইস্টবেঙ্গলের, নতুন মরশুমে লাল-হলুদ অধিনায়কের নাম ঘোষণা

কার হাতে উঠছে অধিনায়কের আর্মব্যান্ড?

Cleiton Silva will lead East Bengal in the new season

ফাইল ছবি।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 27, 2024 8:49 pm
  • Updated:June 27, 2024 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলে মাদিহ তালাল। এই ঘোষণার দিনেই লাল-হলুদ ব্রিগেড নতুন মরশুমে তাদের অধিনায়কের নাম জানিয়ে দিল।
কার্যকরী সমিতির নির্বাচনের পরে বৃহস্পতিবারই ক্লাবের প্রথম সভা ছিল। সেখানে সর্বসম্মতভাবে স্থির হয় সিনিয়র দলকে নেতৃত্ব দেবেন ক্লেটন সিলভা। সহ অধিনায়ক করা হয়েছে নাওরেম মহেশকে।

[আরও পড়ুন: জোড়া গোল জবির, ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে কলকাতা লিগ শুরু ডায়মন্ড হারবারের]

নতুন মরশুম শুরুর আগে চমকের পর চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল। আইএসএলের (ISL)সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে (Dimitrios Diamantakos) আগেই সই করিয়েছে লাল-হলুদ শিবির। এবার ইস্টবেঙ্গলে সই করলেন গত মরশুমে আইএসএলের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক মাদিহ তালাল। লক্ষ্মীবারই লাল-হলুদের তরফে জানিয়ে দেওয়া হল, দু বছরের চুক্তিতে সই করেছেন মাদিহ।
শক্তিশালী ইস্টবেঙ্গল দল গড়াই লক্ষ্য কর্তাদের। অর্থ যাতে দলগঠনের পথে অন্তরায় হয়ে না দাঁড়ায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। ভারতীয় খেলোয়াড় দলে নেওয়া নিয়ে সমস্যায় পড়েছে লাল-হলুদ ব্রিগেড। ক্লাব সচিব রূপক সাহা বলেছেন, ”গোটা দেশজুড়ে ফুটবলারদের সংখ্যা এতটাই কম যে স্বপ্নপূরণ করা সম্ভব হচ্ছে না। তবুও আমরা চেষ্টা করছি অন্য দল থেকে যাতে খেলোয়াড়দের ক্রয় করা যায়। তাহলে দল আরও শক্তিশালী হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘এটা বিশ্বকাপের পিচই নয়’, হারের পর আইসিসিকে নিশানা আফগান কোচের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement