ডায়মন্ড হারবার ও এরিয়ান ম্যাচের একটি মুহূর্ত।
ডায়মন্ড হারবার-১ এরিয়ান-০
(রাহুল পাসোয়ান-পেনাল্টি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরিয়ানকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল ডায়মন্ড হারবার। পেনাল্টি থেকে রাহুল পাসোয়ান গোল করে জেতান ডায়মন্ড হারবারকে। তবে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে এরিযান শিবির সন্তুষ্ট নয়। তাদের সহকারী কোচকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচে প্রাধান্য ছিল ডায়মন্ড হারবারের।
প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে ডায়মন্ড হারবারের আধিপত্য আরও বাড়ে। একের পর এক আক্রমণ আছড়ে পড়ে এরিয়ানের পেনাল্টি বক্সে। এই সময়ে এরিয়ানের গোলকিপার রুখে দাঁড়ান। খেলার একেবারে শেষ লগ্নে পেনাল্টি পায় ডায়মন্ড হারবার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ রাহুল পাসোয়ান।
প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয় দিয়ে কলকাতা লিগের (Calcutta Football League) শুরুটা দারুণ করেছিল ডায়মন্ড হারবার। দ্বিতীয় ম্যাচেই অবশ্য বিএসএসের কাছে আটকে যায় ডায়মন্ড হারবার। তৃতীয় ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে জয় পেল ডায়মন্ড হারবার। এরিয়ান অবশ্য প্রথম ম্যাচে দুদ্দাড়িয়ে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হার মানতে হয় ইউনাইটেড স্পোর্টসের কাছে। এদিনের ম্যাচ থেকেও পুরোদস্তুর তিন পয়েন্ট সংগ্রহ করতে পারল না এরিয়ান। গতবার সাড়া জাগিয়ে শুরু করেছিল ডায়মন্ড হারবার। লিগ জয় কাদের অধরাই ছিল। এবার লিগ জয়ের লক্ষ্য নিয়ে নেমেছেন কিবু ভিকুনার ছেলেরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.