Advertisement
Advertisement
Calcutta Football League

লিগে ছুটছে ডায়মন্ড হারবার, জবির গোলে সুরুচি সংঘকে হারিয়ে অপরাজিত কিবু ভিকুনার দল

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরে উঠলে এল ডায়মন্ড হারবার এফসি।

Calcutta Football League: Diamond Harbour FC wins vs Suruchi Sangha
Published by: Arpan Das
  • Posted:July 15, 2024 5:38 pm
  • Updated:July 15, 2024 5:51 pm  

ডায়মন্ড হারবার: ১ (জবি জাস্টিন)
সুরুচি সংঘ: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
ফের ম্যাচ উইনারের ভূমিকায় অবতীর্ণ জবি জাস্টিন। এখনও তিনি ম্যাচ ক্রমাগত ম্যাচ জেতাতে পারেন। লিগের প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে জয়ে ছিল তাঁর জোড়া গোল। এদিনও সুরুচি সংঘের বিরুদ্ধে গোল করে ম্যাচ জেতালেন তিনি। কলকাতা লিগে (Calcutta Football League) অপরাজিত রইল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)।

প্রথম থেকেই দাপটের সঙ্গে ফুটবল খেলতে শুরু করে কিবু ভিকুনার দল। একাধিক গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু তার সঙ্গে সহজ সুযোগও হাতছাড়া করেন রাহুলরা। বল পজিশন থেকে শট সবদিকে এগিয়ে থাকলেও গোলের মুখ খুলতে পারেননি তারা। বলা যায়, গোল লক্ষ্য করে সেভাবে শটই মারতে পারেননি। পালটা সুযোগ এসেছিল সুরুচি সংঘের কাছেও। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

Advertisement

[আরও পড়ুন: ১৪ বছরের কেরিয়ারের সমাপ্তি, জার্মানির জার্সিতে আর মাঠে নামবেন না বিশ্বজয়ী থমাস মুলার]

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় ছিল ডায়মন্ড হারবারের। শেষ পর্যন্ত ৬৬ মিনিটে ত্রাতা হয়ে ওঠেন জবি জাস্টিন। বাঁদিক থেকে ভাসানো বলের ফ্লাইট মিস করেছিলেন সুরুচির গোলকিপার। ঠিক জায়গায় ছিলেন ডায়মন্ড হারবারের গিরিক। গোল লক্ষ্য করে হেড করেন তিনি। কিন্তু সুরুচির সংঘের ডিফেন্ডার বল ক্লিয়ার করার আগেই শরীর ছুঁড়ে দেন জবি। গোল করে একসঙ্গে সেলিব্রেশনেও মেতে ওঠেন জবি-গিরিক। আর সেটাই পার্থক্য গড়ে দিল।

প্রথম ম্যাচে জয় পাওয়ার পরই বিএসএস স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেছিল কিবু ভিকুনার দল। তার পরই অবশ্য এরিয়ান ক্লাবকে হারিয়ে জয়ের সরণিতে ফেরে। আর এদিন বিধাননগরের এমএসসি গ্রাউন্ডে ম্যাচ জিতে ৪ ম্যাচে ১০ পয়েন্ট তুলে নিল তারা। লিগে অপরাজিত থেকে উঠে এল তিন নম্বরে।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না রোহিতরা! জল্পনার মাঝে BCCIকে ‘হুমকি’ পাক বোর্ডের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement