Advertisement
Advertisement
Calcutta Football League 2024

কলকাতা লিগের চ্যাম্পিয়ন কারা? জানা যাবে পুজোর পর

লিগের ভাগ্য এখন নির্ভর করছে ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার ম্যাচের উপর।

Calcutta Football League 2024: Rest of the matches will be held after Durga Puja
Published by: Subhajit Mandal
  • Posted:October 2, 2024 4:48 pm
  • Updated:October 2, 2024 4:48 pm

স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ তিনটে ম্যাচ বাকি। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সেই ম্যাচগুলি পুজোর আগে আর হচ্ছে না। তিনটি ম্যাচই হবে পুজোর পর। এমনটাই খবর আইএফএ সূত্রে।

চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করার ম্যাচগুলি ইস্টবেঙ্গল-ভবানীপুর, ডায়মন্ডহারবার-ইস্টবেঙ্গল, মহামেডান-ডায়মন্ড হারবার। তিনটে ম্যাচই পুজোর পর হবে বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আই লিগ তৃতীয় ডিভিশনে খেলার জন্য ঘরোয়া লিগের ম্যাচ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে খেলতে চায়নি ডায়মন্ডহারবার এফসি। এরপর সিকোয়েন্স অনুযায়ী খেলতে চেয়ে ইস্টবেঙ্গলও ভবানীপুর ম্যাচটি খেলতে চায়নি। সেকারণেই পুজোর আগে ম্যাচ করানো যাচ্ছে না।

Advertisement

আপাতত লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ১৫ ম্যাচে তাঁদের সংগ্রহ ৪১ পয়েন্ট। এতদিন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ডায়মন্ড হারবার। শেষ ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে ড্র করায় লিগ লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়ল কিবু ভিকুনার দল। ১৫ ম্যাচে তাঁদের সংগ্রহ ৩৯। অর্থাৎ ২ পয়েন্টে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে ভবানীপুর ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

স্বাভাবিকভাবেই লিগের ভাগ্য এখন নির্ভর করছে ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার ম্যাচের উপর। মহামেডান-ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গল-ভবানীপুর ম্যাচও ভীষণ গুরুত্বপূর্ণ। তাৎপর্যপূর্ণভাবে লিগের লড়াইয়ে কিছুদিন আগে পর্যন্ত অনেকটা এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ডায়মন্ড হারবার পুরোদস্তুর লড়াইয়ে ফিরেছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement