Advertisement
Advertisement
Calcutta Football League 2024

নজরে শীর্ষস্থান, ফর্মে থাকা রেলের বিরুদ্ধে চোটই চিন্তা ইস্টবেঙ্গলের

বুধবারের ম্যাচের পরই নেক্সট জেন কাপ খেলতে লন্ডন যাবে ইস্টবেঙ্গল। সেই দলের অনেকেই রয়েছেন লিগের স্কোয়াডে।

Calcutta Football League 2024: East Bengal to face Railway FC

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:July 24, 2024 12:47 pm
  • Updated:July 24, 2024 1:24 pm

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সকালে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শেষ হল দশটা নাগাদ। কলকাতা লিগে (Calcutta Football League 2024) ধারাবাহিকভাবে খেলা নসীব রহমান, মহম্মদ রোশাল, হীরা মণ্ডলরা তার অনেক আগেই চলে গিয়েছেন জিমে। সেখানে ফিজিও অধীনে রিহ্যাব চলছিল তাঁদের। চোটের জন্য শেষ ম্যাচে ছিলেন না নসীব-রোশাল। আবার শেষ ম্যাচে চোট পাওয়া সায়ন বন্দ্যোপাধ্যায় আপাতত বিশ্রামে। পিভি বিষ্ণুও ছিলেন না এদিনের অনুশীলনে।

সব মিলিয়ে রেলওয়ে এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে চোটই যে লাল-হলুদ শিবিরে এক নম্বর সমস্যা, বলাই বাহুল্য। শেষ ম্যাচে ঘরের মাঠে সায়নদের উপস্থিতিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তাঁদের দুরন্ত ফুটবলে পুলিশ এসিকে হাফডজন গোল দিয়েছে দল। তার আগে ডার্বি বা ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফ ম্যাচে দলের জয়ে ভূমিকা ছিল নসীবের। বুধবার রেলওয়ে এফসির বিরুদ্ধে এই ফুটবলারদের অনুপস্থিতি নিশ্চিতভাবে চাপ বাড়াবে লাল-হলুদের রিজার্ভ দলের কোচ বিনো জর্জের। কারণ শুরুটা ভালো না করলেও ক্রমে ছন্দে ছুটছে রেল। শেষ দু’ম্যাচে জর্জ ও টালিগঞ্জ অগ্রগামীকে হেলায় উড়িয়ে দিয়েছেন নীলাঞ্জন গুহর ছাত্ররা। এমন দলের বিরুদ্ধে মাঝমাঠের পাশাপাশি ডিফেন্স নিয়েও ভাবতে হচ্ছে বিনোকে। চোট প্রসঙ্গে অবশ্য তিনি জোরের সঙ্গে বলছেন, “দলে যা সমস্যা ছিল, আমি মিটিয়ে নিয়েছি।”

Advertisement

[আরও পড়ুন: বাজেটে বেতনভুক কর্মীদের আয়কর স্বস্তি, নতুন কর কাঠামোয় বদল]

বুধবারের ম্যাচে শুরু করতে পারেন আদিত্য পাত্র, জোসেফ জাস্টিন, সার্থক গোলুই, আদিল অমল, সঞ্জীব ঘোষ, তন্ময় দাস, শ্যামল বেসরা, মহম্মদ মোশারফ, অনন্তু এনএস, আমন সিকে এবং জেসিন টিকে।
বুধবারের ম্যাচের পরই নেক্সট জেন কাপ খেলতে লন্ডন যাবে ইস্টবেঙ্গল। সেই দলের অনেকেই রয়েছেন লিগের স্কোয়াডে। ফলে বিলেত যাত্রার আগে শেষ ম্যাচটা জিতে ফুটবলারদের আত্মবিশ্বাস ঠিক রাখাই লক্ষ্য বিনোর। পাশাপাশি মঙ্গলবার জিতে ভাবনীপুর (Bhabanipur FC) গ্রুপ শীর্ষে উঠে এসেছে লাল-হলুদকে সরিয়ে। রেলকে বড় ব্যবধানে হারাতে পারলে ফের শীর্ষস্থান ফেরত পাবে তারা। এই পরিস্থিতিতে ফরওয়ার্ডদের ফর্ম ভরসা দেবে কোচ বিনোকে। জেসিন, আমন, শ্যামলরা নিয়মিত গোল করছেন। পাশাপাশি সুব্রত মুর্মু, বিজয় মুর্মুর মতো ময়দানের চেনা স্ট্রাইকার আছে বিনোর হাতে। রেলের বিরুদ্ধে পুরো পয়েন্ট পাওয়ার লড়াইয়ে সেটাই শক্তি ইস্টবেঙ্গলের।

[আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, কী পড়তে যান তাঁরা?]

অন‌্যদিকে, একঝাঁক নতুন ছেলেকে নিয়ে লিগে ভালো ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী রেল কোচ নীলাঞ্জন। শেষ ম‌্যাচে হ‌্যাটট্রিক করা অক্ষত শ বুধবার বড় ভরসা রেলওয়ে এফসির (Railway FC)।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement