Advertisement
Advertisement
Sam Kerr and Kristie Mewis

দুই থেকে তিনের পথে! সন্তান আগমনের ঘোষণা সমকামী ফুটবলার জুটির

দুই মহিলা ফুটবলারই ইংল্যান্ডের দুটি বিখ্যাত ক্লাবে খেলেন।

Australian women footballer Sam Kerr announces pregnancy with USA's Kristie Mewis
Published by: Arpan Das
  • Posted:November 19, 2024 7:19 pm
  • Updated:November 19, 2024 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা শুরু হয়েছিল ২০২০-র টোকিও অলিম্পিক থেকে। তার পর ক্রমশ গুঞ্জন বেড়েছে বিশ্বফুটবলের দুই মহিলা তারকার সম্পর্ক নিয়ে। পরে অবশ্য একাধিকবার ‘স্ত্রী’ ক্রিস্টি মেউয়িসকে ভালোবাসার কথা জানিয়েছিলেন সামান্থা কের। এবার আরও বড় ঘোষণা! সোশাল মিডিয়ায় সন্তান আগমনের কথা ঘোষণা করলেন দুই মহিলা ফুটবলার।

সাম কের ইংল্যান্ডের চেলসির স্ট্রাইকার। বিশ্বফুটবলে যথেষ্ট পরিচিত নাম। অস্ট্রেলিয়া জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কও তিনি। পাঁচবার মহিলা সুপার লিগ, তিনটি এফএ কাপ, দুটি লিগ কাপ তাঁর পকেটে। অন্যদিকে ক্রিস্টি গত বছর ইংল্যান্ডেরই ক্লাব ওয়েস্ট হ্যামে এসেছেন। আমেরিকার হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন ক্রিস্টি। ফুটবলের পাশাপাশি দুজনের সমকামী সম্পর্ক নিয়েও চর্চা ছিল ফুটবলমহলে।

Advertisement

এদিন পথচলার আরও একধাপ ঘোষণা করলেন দুজনে। সোশাল মিডিয়ায় তাঁরা জানিয়েছেন ২০২৫ সালে তাদের সন্তান আসতে চলেছে। মেউয়িস-কের জুটির বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাঁদের শুভেচ্ছা জানিয়েছে ওয়েস্ট হ্যামও। সোশাল মিডিয়ায় ক্লাবের তরফ থেকে লেখা হয়েছে, “ক্রিস্টি ও তাঁর সঙ্গী সামকে অনেক শুভেচ্ছা। যারা আজই প্রথম সন্তান আগমনের ঘোষণা করেছে।” লন্ডনের দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতার মাঝেই দুই থেকে তিন হতে চলেছেন মেউয়িস-কের জুটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sam Kerr (@samanthakerr20)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement