Advertisement
Advertisement
Lionel Messi

মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি গেল ক্রীড়া বিভাগের কর্মীর

চাকরি হারিয়ে ক্ষমাপ্রার্থী ক্রীড়া বিভাগের কর্মী।

Argentina sacks sports undersecretary for demanding Lionel Messi’s apology
Published by: Krishanu Mazumder
  • Posted:July 18, 2024 2:47 pm
  • Updated:July 18, 2024 9:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারাতে হল আর্জেন্টিনার ক্রীড়া বিভাগের কর্মী জুলিও গারোকে।
কোপা ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে পরপর দুবার কোপা জেতে নীল-সাদা জার্সিধারীরা। স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার বাসে আর্জেন্টিনার (Argentina) ফুটবলারদের উৎসবের ভিডিও নিয়েই দানা বাঁধে বিতর্ক। উচ্ছ্বাসের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন এনজো ফার্নান্ডেজ। তা নিয়েই তোলপাড়। এই ঘটনার প্রেক্ষিতে মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাইতে বলেছিলেন গারো। তার জেরেই তাঁকে বরখাস্ত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই।

আর্জেন্টিনা সরকারের তরফ থেকে গারোকে বরখাস্ত করার ঘোষণা করা হয়। দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে গারোকে। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, তাঁর কথা কাউকে আঘাত করে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: মোহনবাগানের পথে গ্রেগ স্টুয়ার্ট, আক্রমণে অভিজ্ঞ মুখেই ভরসা সবুজ-মেরুনের]

এদিকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিপাকে আর্জেন্টিনা। কোপাজয়ীদের বিরুদ্ধে তদন্ত করবে ফিফা বলেই খবর।
ফার্নান্ডেজ ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে বলেছেন, ”কোপা জয়ের পরে ইনস্টাগ্রামে দলের উদযাপন নিয়ে একটি ভিডিও পোস্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সমস্ত ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমি। এই গানে অসম্মানজনক কিছু শব্দ আছে। আসলে দল জেতার পরে ক্ষণিকের উন্মাদনায় আমি একাজ করে ফেলেছিলাম। আমি ক্ষমাপ্রার্থী।” ক্ষমা চেয়েও পার পাবেন না বলে মনে হয় না ফার্নান্ডেজ।

[আরও পড়ুন:বিশ্ব অ্যাথলেটিক্সের দিকে আঙুল ফেডারেশনের, প্যারিস অলিম্পিকের দল থেকে বাদ আভা খাটুয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement