ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছেন আনোয়ার। ভক্তদের ভালোবাসায় জাতীয় দলের ডিফেন্ডার।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের অনুশীলনে নেমে পড়লেন আলোনায়র আলি। প্রশ্ন উঠে গেল, রবিবারের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণ আগলাতে কি দেখা যাবে তাঁকে?
আলতাইন আসিরের বিরুদ্ধে এএফসি কাপে লাল-হলুদের রক্তাল্পতা চোখে পড়েছে। গোল করার ক্ষেত্রে লাল-হলুদ দক্ষতা দেখালেও, রক্ষণে কিন্তু ফাঁকফোকর দেখা গিয়েছে। জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার নামলে এই দুর্বলতা এড়ানো সম্ভব। কিন্তু কার্লেস কুয়াদ্রাত কি তাঁকে শেষমেশ ডার্বিতে নামাবেন?
মাত্র দুটো সেশন অনুশীলন করিয়েই তাঁকে ডার্বির মতো ম্যাচে কুয়াদ্রাত নামাবেন কি না, তা নিয় প্রশ্ন রয়েছে। তার উপর ম্যাচটা যথন আনোয়ারের সদ্য-প্রাক্তন ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে, তখন এই প্রশ্নটা আরও বেশি করে উঠছে।
মরশুমের প্রথম তিন ম্যাচে আট গোল করা লাল-হলুদের আক্রমণ নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। ডেভিড লালহানসাঙ্গা, সল ক্রেসপো, দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মাদিহ তালালরা গোল পেয়েছেন।
বুধবার অলটিনের বিরুদ্ধে ক্লেটন গোল করলেও তা বাতিল করেন রেফারি। ফলে ফরোয়ার্ড লাইন নিয়ে তেমন ভাবনা নেই কুয়াদ্রাতের। তবে তিন ম্যাচে পাঁচ গোল খাওয়া নিশ্চিতভাবেই চাপে রাখবে লাল-হলুদের স্প্যানিশ হেডস্যরকে। কারণ রোগ সারাতে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেই সময়টাই তো নেই তাঁর হাতে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.