Advertisement
Advertisement
Angel Di Maria

মেয়েকে খুনের হুমকি দুষ্কৃতি দলের, নিজের শহরেই ফেরা হচ্ছে না দি মারিয়ার

রোজারিও সেন্ট্রালের হয়ে ক্লাব কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন দি মারিয়া।

Angel Di Maria will not return to Rosario Central due to threatening

দি মারিয়া। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:August 1, 2024 3:11 pm
  • Updated:August 1, 2024 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন অ্যাঞ্জেল দি মারিয়া। দেশকে কোপা আমেরিকা জেতানোর পর চোখের জলে ভেসেছেন তিনি। গোটা দেশের কাছে তিনি এখন বন্দিত নায়ক। কিন্তু সেই দি মারিয়াই (Angel Di Maria) হুমকি পেলেন। তাও নিজের দেশ আর্জেন্টিনা থেকেই। যে কারণে নিজের শহর রোজারিওর ক্লাবে ফিরতে পারছেন না তিনি। 

গত বছর তিনি খেলেছেন পর্তুগালের ক্লাব বেনফিকায়। কিন্তু এবার ইচ্ছে ছিল নিজের ছোটবেলার দল রোজারিও সেন্ট্রালে ফিরে আসার। সেখানেই কেরিয়ার শেষ করতে চেয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি। যদিও সেটা আর হচ্ছে না। রোজারিওর ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। কারণ তাঁর পরিবারের সদস্যদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে একটি দুষ্কৃতি দল থেকে।

Advertisement

[আরও পড়ুন: আরও দুবছর সবুজ-মেরুনে সোনার বল জয়ী পেত্রাতোস, সই করে বললেন, ‘জয় মোহনবাগান’]

সম্প্রতি একটি বার্তা পেয়েছেন তিনি। যেখানে বলা হয়েছে দি মারিয়া যদি রোজারিওয় খেলতে আসেন তাহলে তাঁর পরিবারের ক্ষতি করা হবে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “আমার বোনকে হুমকি দেওয়া হয়েছে। একটা বাক্স পাঠানো হয়েছে যেখানে শূকরের মাথায় বুলেট গাঁথা রয়েছে। তার সঙ্গে একটা বার্তায় বলা হয়েছে, যদি আমি রোজারিওর ক্লাবে ফিরি, তাহলে আমার মেয়ের সঙ্গে একই ঘটনা ঘটবে।”

[আরও পড়ুন: আর্থিক ক্ষতি কমল আইএফএ’র, সব ক্লাবের ভোটাধিকার চেয়ে মামলা হাই কোর্টে]

তাঁর সংযোজন, “আমি এভাবে রোজারিওয় ফিরব না। বিষয়টার সঙ্গে আমার পরিবার জড়িয়ে গিয়েছে। কোনও মূল্যেই আমি রোজারিও সেন্ট্রালে ফিরছি না।” তাঁর কাছে যে পরিবারের নিরাপত্তা সবার আগে, সেটা জানিয়ে দিয়েছেন দি মারিয়া। উল্লেখ্য, ২০০৫-২০০৭ মরশুমে এই ক্লাবের হয়েই পেশাদার কেরিয়ার শুরু করেন। সেখান থেকে বেনফিকায় খেলতে আসেন। নিজের কেরিয়ার সেই পথেই শেষ করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াল দুর্বৃত্তদের হুমকি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement