Advertisement
Advertisement

Breaking News

Super Cup

আইলিগ থেকে তিন দল, সুপার কাপের চূড়ান্ত সূচি ঘোষণা ফেডারেশনের, কবে কখন খেলা?

আইলিগ থেকে কারা খেলছে সুপার কাপে?

AIFF announces final schedule for Super Cup

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 9, 2025 5:43 pm
  • Updated:April 9, 2025 5:43 pm  

প্রসূন বিশ্বাস: আইলিগ শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়নি কোনও দলকে। আইনি জটিলতায় এখনও আটকে রয়েছে সেই ঘোষণা। তবে তার মধ্যেই ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হল আইলিগ থেকে কোন তিনটি দল খেলবে সুপার কাপে। আপাতত আইলিগ পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা দলগুলির মধ্যেই তিনটিকে বেছে নেওয়া হয়েছে সুপার কাপ খেলার জন্য।

Advertisement

গত সোমবার সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে টুর্নামেন্ট খেলা হবে সেকথা আগেই জানানো হয়েছিল। এবার প্রত্যেকটি ম্যাচের দিনক্ষণ প্রকাশ করেছে ফেডারেশন। ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ফাইনাল খেলা হবে ৩মে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে দুই প্রধান। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। অন্যদিকে, আইলিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। পয়েন্ট টেবিল অনুযায়ী আইলিগের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর। কিন্তু সুপার কাপের প্রথম ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার্চিল ব্রাদার্স

এছাড়াও আইলিগ পয়েন্ট টেবিলে প্রথম চারে থাকা গোকুলাম এফসি এবং ইন্টার কাশীও সুপার কাপে খেলবে। তাদের প্রতিপক্ষ যথাক্রমে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি। এছাড়াও ২৪ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মহামেডান। এমনভাবে সূচি সাজানো হয়েছে যে সুপার কাপের কোয়ার্টার ফাইনালেই ডার্বি হতে পারে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি নিজেদের প্রথম ম্যাচে জেতে তাহলে ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে দুই দলের।

সূচি অনুযায়ী, একই দিনে দুটি করে ম্যাচ খেলা হবে। কখন কোন ম্যাচ খেলা হবে, তার সময়ও প্রকাশ করেছে ফেডারেশন। যদিও ফাইনালের সময় এখনও জানানো হয়নি। সুপার কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস থ্রিতে। জিও হটস্টারেও দেখানো হবে ম্যাচ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement