Advertisement
Advertisement
ACL 2

মোহনবাগানের বিরুদ্ধে সাত বিদেশি নিয়ে নামছে রাভশান! কামিন্সদের নিয়ে সতর্ক কোচ

জোসে মোলিনা যখন ডিফেন্স নিয়ে চিন্তায় রয়েছেন, ঠিক তখন রাভশানের অন্যতম ভরসা দলের রক্ষণভাগ।

ACL 2: FC Ravshan Kulob coach has all info about Mohun Bagan

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:September 18, 2024 1:06 pm
  • Updated:September 18, 2024 4:11 pm  

প্রসূন বিশ্বাস: গতবারের আইএসএল লিগ শিল্ড জয়ী মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে নামার আগে বেশ ভালোই হোমওয়ার্ক করে এসেছে তাজিকিস্তানের এফসি রাভশান কুলোব। তাজিকিস্তান শীর্ষ লিগে গত মরশুমে দ্বিতীয় হওয়ার সুবাদে এসিএল ২-তে খেলার সুযোগ পেয়েছে ক্লাবটি। জাতীয় দলের পাঁচ ফুটবলার রয়েছেন এই দলে। রয়েছেন সাতজন বিদেশি ফুটবলারও।

দলের কোচ মামি নাজারজাদেন বলছেন, দলের সব ফুটবলারই ফিট। এই মুহূর্তে সে দেশের লিগ খেলার মাঝেই এসিএল ২ (ACL 2) খেলতে নামছে রাভশান। ঘরোয়া লিগে দলটি পঞ্চম স্থানে রয়েছে এই মুহূর্তে। যুবভারতীতে নামার আগে রাভশান কোচ বলেন, “ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্টই ধারণা রয়েছে। গত পাঁচ বছর ধরে মোহনবাগান সম্পর্কে খোঁজখবর নিয়েছি। ওদের খেলা নিয়ে বিশ্লেষণ করেছি। মোহনবাগান সম্পর্কে খোঁজ নিয়েছি বন্ধুবান্ধবদের থেকে।”

Advertisement

মোহনবাগানে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসদের কথাও উল্লেখ করতে ভোলেননি রাভশান কোচ। এঁদের আক্রমণকে আটকেই বুধবারের অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্টের খোঁজে তিনি। সেপ্টেম্বরের মাঝামাঝিতে যখন তাজিকিস্তান লিগ মাঝপথে, তখন মোহনবাগান দেশের সেরা লিগে যাত্রা শুরু করেছে মাত্র। তারা প্রথম ম্যাচে ড্র করেছে মুম্বই সিটি এফসির সঙ্গে। তাহলে কি তাঁর দল মোহনবাগানের থেকে অনেক বেশি তৈরি? এমনটা অবশ্য ভাবছেন না রাভশান কোচ। তাঁর পাল্টা যুক্তি, সবে লিগ শুরু করায় মোহনবাগানের ফুটবলাররা তাদের থেকে অনেক বেশি তরতাজা রয়েছেন। “মোহনবাগান মাত্র একটা ম্যাচ খেলেছে। স্বাভাবিকভাবেই অনেক তরতাজা রয়েছে। যেখানে আমরা দেশের লিগে মাঝপথে চলে এসেছি। মোহনবাগানের থেকে কিছুটা ক্লান্ত থাকতে পারে আমাদের ফুটবলাররা।”

জোসে মোলিনা যখন ডিফেন্স নিয়ে চিন্তায় রয়েছেন, ঠিক তখন রাভশানের অন্যতম ভরসা দলের রক্ষণভাগ। এই দলের রক্ষণের অন্যতম ভরসা বিদেশি ফুটবলার স্যামুয়েল ওফোরি গত মরশুমে সেরা বিদেশি ফুটবলারের পুরস্কার পেয়েছেন। বুধবার জেসন কামিংসদের সামনে বড় বাধার নাম ওফোরি। সাতজন বিদেশি রয়েছেন তাঁদের দলে। সকলেই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement