আকাশ মিশ্র: বলিউডে পর্দায় মাঝে মধ্যেই দেশভক্তি জেগে ওঠে। কখনও তা জেগে ওঠে কোনও বিপ্লবী, নেতা বা মন্ত্রীর বায়োপিকে। কখনও আবার খেলা। কখনও আবার পাক-ভারত যুদ্ধ! তবে কূটনৈতিকদের নিয়ে বলিউডে তেমন কোনও ছবি নেই। আলিয়া ভাটের ‘রাজি’ ছবিটা অবশ্য কিছুটা হলেও, ভারতীয় কূটনীতির উপর নির্ভর করে তৈরি হয়েছিল। তবে জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘উলঝ’, আলিয়ার ‘রাজি’ থেকে অনেকটাই এগিয়ে। কেননা, এই ছবি হানি ট্র্যাপের গল্প বলে। ‘উলঝ’ ছবিটা (Ulajh Review) কেমন, তা বলার আগে। একটু গল্পটা ছুঁয়ে নেওয়া যাক।
লন্ডনের ভারতীয় দূতাবাসে এক চর আছে বলে সন্দেহ গোয়েন্দাদের। এর মধ্যেই সুহানাকে দেশের সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু হাই প্রোফাইল এই কাজ করতে গিয়েই কি ফেঁসে যায় সুহানা। ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ। হঠাৎই জানা যায়, সুহানাকে হানি ট্র্য়াপে ফাঁসানো হয়েছে। একদিকে দেশের সম্নান আরেকদিকে নিজের পরিবারের। বিপাকে পরে যায় সুহানা। এমনই এক টান টান গল্পকে পর্দায় নিয়ে এসেছেন পরিচালক সুধাংশু সারিয়া। যিনি এর আগে ‘নক নক নক’ ছবির জন্য জাতীয় পুরস্কারও জিতেছেন। সেই কারণেই সুধাংশুর হাত থেকে যে ভালো ছবি তৈরি হবে, তার আশা কিছুটা হলেও ছিল। তবে আড়াই ঘণ্টার এই ছবিতে সুধাংশু আশাহত করেছেন।
এমনিতেই শ্রীদেবীকন্যা হওয়ায় স্টারকিডের তকমা রয়েছে জাহ্নবীর নামের পাশে। প্রথম থেকেই তাঁর অভিনয়ের জন্য সমালোচনার মুখে পড়তে হয়। এবারও ব্যতিক্রম নয়। তবে বলিউডে বেশ কয়েকবছর ধরে থাকার পরও যে, জাহ্নবী এখনও সঠিক অর্থে অভিনয়টা শিখতে পারেননি, তাঁর প্রমাণ রয়েছে এই ছবিতে। সুহানার মতো বোল্ড চরিত্রে বড্ড বেমানান তিনি। তাঁর অভিব্যক্তিই বলে দেয়, এই চরিত্র নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না জাহ্নবী। সেই কারণেই ছবির সুহানা হয়ে উঠতে পারেননি তিনি।
চিত্রনাট্যেও বহু গাফিলতি রয়েছে। ঠিক যেমন, শুরুতে দেখানো হয়, জাহ্নবী যে কাজটিই হাতে নেয়, তা নিয়ে যথেষ্ট রিসার্চ করে। যাতে কোনও ফাঁক না থাকে। সেই জাহ্নবীই হানি ট্র্য়াপে পড়ার পর, নিজেকে প্রমাণ করার তাগিদে একটার পর একটা ভুল করতে থাকে। যা কিনা চিত্রনাট্যকে দুর্বল করে তোলে। শুধু তাই নয়, গুলশন ধাবাইয়ার চরিত্রটাও খুব একটা স্পষ্ট রূপ পায় না। সেই কারণে এই ছবি দ্বিতীয়ভাগ একেবারেই মূল গল্প থেকে সরে যায়। শেষমেশ বলা ভালো উলঝ ছবিটি একেবারে মাঝারি মানের ছবি। এই ছবি মিস করলেও ক্ষতি নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.