Advertisement
Advertisement
Singham Again Review

সিংহম-ভক্তদের উপহার রোহিত শেট্টির ‘রামলীলা’, ‘সিংহম এগেইন’ অ্যাকশনের ভোজবাজি

এক ছবিতে আট তারকা। শেষের চমক 'চুলবুল পাণ্ডে' সলমন। পড়ুন রিভিউ।

Here is the Review of Rohit Shetty's Cop Universe Singham Again
Published by: Suparna Majumder
  • Posted:November 1, 2024 4:19 pm
  • Updated:November 1, 2024 5:02 pm  

সুপর্ণা মজুমদার: দিওয়ালিতে রামলীলার এদেশে চল রয়েছে। মহাকাব্যকে এবার নিজের মতো করে বড়পর্দায় তুলে ধরেছেন পরিচালক রোহিত শেট্টি। এক ছবিতে আট তারকা। অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ। ক্লাইম্যাক্সে আবার ‘চুলবুল পাণ্ডে’ সলমন খান। আহ্লাদে আটখানা হওয়ার মতোই বিষয়। সবই যেন পরিবেশবান্ধব বাজি। সংলাপের ফুলঝুরি। আর অ্যাকশনের ভোজবাজি। এতেই মহিমান্বিত ‘সিংহম’।

Singham-Again-2

Advertisement

রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত হয়েছিল ২০১১ সালে। সেই সময় বাজিরাও সিংহম ছিল ‘অ্যাংগ্রি পুলিশম্যান’ আবার রক্তমাংসের একজন মানুষ। ২০২৪ সালের ‘সিংহম’ কাশ্মীরের সুবিশাল পর্বতমালার মতো। তার মাঝেই অজয় দেবগনের লার্জার দ্যান লাইফ এন্ট্রি। ‘সূর্যবংশী’র ভিলেন ওমর হাফিজকে (জ্যাকি শ্রফ) ধরে ফেলে সিংহম। তাতেই অযোধ্যা পর্বের সূত্রপাত। ওমর হাফিজকে ছাড়াতে ও পরিবারের প্রতিশোধ নিয়ে হাজির হয় জুবের হাফিজ ওরফে ডেঞ্জার লঙ্কা (অর্জুন কাপুর)। সিংহমপত্নী অবনীকে (করিণা কাপুর) অপহরণ করে লঙ্কা। তাকে নিয়ে যায় শ্রীলঙ্কায়। ব্যস! ‘আতা মাজি সাটাকলি!’ শুরু হয়ে যায় ‘সিংহম’ অজয়ের অবনী উদ্ধার মিশন।

অবনীকে উদ্ধারের এই অভিযানে রামসেনার মতো সিংহমের সঙ্গে যোগ দিতে থাকে লেডি সিংহম (দীপিকা পাড়ুকোন), সিম্বা (রণবীর সিং), সত্যা (টাইগার শ্রফ), সূর্যবংশী (অক্ষয় কুমার)। তার পর শুরু হয় ‘লঙ্কা কাণ্ড’। একদিকে ‘দশানন’ ডেঞ্জার লঙ্কা, অন্যদিকে রামচন্দ্রের প্রতীক সিংহম। হ্যাঁ, অ্যাকশন দৃশ্যে রোহিত শেট্টি নিজের সিগনেচার বজায় রেখেছেন। গাড়ি শূন্যে উড়েছে, হেলিকপ্টার স্টান্ট হয়েছে, অ্যাকশনও বেশ ভালো। তবে গল্পের কোনও বাঁধন নেই। একাধিক প্লট এলোমেলো সাজানো।

Singham-Again-Inside

শ্বেতা তিওয়ারির মতো অভিনেত্রী এত তারকার ভিড়ে ‘কন্ট্রোলরুম কোঅর্ডিনেটর’ হিসেবেই রয়ে গিয়েছেন। দয়া শেট্টি এবার ‘জটায়ু’ হয়ে দরজা ভেঙেছে। সংলাপের সঙ্গে ‘ভক্তি’র ইঞ্জেকশন পুশ করা হয়েছে। ‘ঘরমে ঘুসকে মারেঙ্গে’, ‘আত্মনির্ভর ভারত’-এর মতো সংলাপে দেশভক্তির ডোজও পেয়ে যাবেন। তবে ‘অ্যাংগ্রি সিংহম’কে রোহিত শেট্টির নতুন ছবিতে পাওয়া গেল না। অবনী-সিংহমের দুষ্টুমি ভরা প্রেমের রসায়নও দর্শকদের পছন্দের। এবারে তারা উপদেশমূলক অভিভাবক। বরং হনুমানের প্রতীক হিসেবে ‘সিম্বা’ রণবীর সিংয়ের কমিক রিলিফ ভালো লেগেছে। ‘সিংহম এগেইন’ ছবিতে ‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোনকে ভূমিকাও দিয়েছেন রোহিত শেট্টি। অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থাতেই এমন অ্যাকশনভিত্তিক ছবিতে অভিনয় করেছেন। তার জন্য কুর্নিশ।

তবে অর্জুন কাপুর ডেঞ্জার লঙ্কা চরিত্রের মাধ্যমে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, যা তিনি খুব বেশি কাজে লাগাতে পারলেন না। অভিনেতার মুখে বলা সংলাপের সঙ্গে চোখের অভিব্যক্তির কোনও মিল নেই। অক্ষয় কুমার ‘সূর্যবংশী’র মহিমা অক্ষুন্ন রেখেছেন। এদিকে ক্লাইম্যাক্সের তাড়াহুড়োয় অবনী ও লেডি সিংহমের চরিত্র হঠাৎ করেই উধাও হয়ে গেল। তখন আবার সিংহমের অ্যাকশনের জন্য তৈরি। সবকিছু চোখের পলক পড়তে না পড়তেই হয়ে গেল। চুলবুল পাণ্ডে হিসেবে সলমনের খানের ক্যামিও আগামী সিনেমার মোশন পোস্টারের মতো। আর এই সমস্ত কিছুর সঙ্গে রয়েছে রামায়ণ-ভিত্তিক ট্যুরের রুটম্যাপ। মোটের উপর একটিই কথা বলা যায়, ‘সিংহম এগেইন’ রোহিত শেট্টির ‘রামলীলা’।

ছবি – সিংহম এগেইন
অভিনয়ে – অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, শ্বেতা তিওয়ারি, দয়ানন্দ শেট্টি, সলমন খান (ক্যামিও)
পরিচালনা – রোহিত শেট্টি

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement