Advertisement
Advertisement

Breaking News

Despatch Film Review

‘ফ্যামিলি ম্যান’ থেকে ‘ক্রাইম জার্নালিস্ট’, ‘ডেসপ্যাচ’-এ মনোজ একাই একশো, পড়ুন রিভিউ

Zee5 প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ছবিটি।

Despatch Film Review, it's all about Manoj Bajpayee
Published by: Suparna Majumder
  • Posted:December 18, 2024 4:35 pm
  • Updated:December 18, 2024 5:03 pm  

সুপর্ণা মজুমদার: আজকের সাড়া জাগানো খবর! এর তাগিদেই রাতজাগা ভোর, কাপের পর কাপ চা-কফি শেষ হয়ে যাওয়া, সিগারেটের আগুন ফুরোতে ফুরোতে হাতে ছ্যাঁকা খেয়ে চমকে ওঠা। আরে! খবরটা তো পাঠাতে হবে। ‘ডেসপ্যাচ’ করতে হবে এক্সক্লুসিভ। সাংবাদিকদের দুনিয়া সিনেমায় তুলে ধরা মুখের কথা নয়। কাজটি করেছেন পরিচালক কানু বহেল। স্বপ্ন তিনি দেখেছেন, আর তা পূরণ করেছেন মনোজ বাজপেয়ী। ‘ফ্যামিলি ম্যান’ থেকে হয়ে উঠেছেন ‘ক্রাইম জার্নালিস্ট।’

Despatch-Film-2

Advertisement

‘লাভ সেক্স অউর ধোকা’র চিত্রনাট্যকার ছিলেন কানু বহেল। তাঁর পরিচালনাতেই তৈরি ‘তিতলি’, ‘আগ্রা’র মতো সিনেমা। ‘ডেসপ্যাচ’ তৈরি করার জন্য বহুদিন ধরেই ক্রাইম জার্নালিজম ও মুম্বইয়ের অপরাধ জগৎ, বলা ভালো আন্ডারওয়ার্ল্ড নিয়ে তথ্যতালাশ করেছেন পরিচালক। তারপর ঈশানী বন্দ্যোপাধ্যায় ও বিপিন অগ্নিহোত্রীর সঙ্গে মিলে লিখেছেন চিত্রনাট্য। সিনেমায় সাংবাদিকের গল্প আগেও একাধিকবার দেখানো হয়েছে। তবে এ বিশাল বৃত্ত, আর প্রত্যেক চরিত্র স্বতন্ত্র। সেই স্বতন্ত্রতা মনোজ বাজপেয়ী নিজের অভিনয় করা জয় চরিত্রে বজায় রেখেছেন। বলা যায়, তিনিই ‘ডেসপ্যাচ’ ছবির প্রাণভোমরা।

প্রিন্টের আগে ডিজিটাল, ছবির একেবারে শুরুতেই এই বার্তা দেওয়া হয়। তবে জয় ওল্ড স্কুল। খবরের শিকড় পর্যন্ত যাওয়া তাঁর স্বভাব। টুজি স্ক্যাম, জিডিআরের গোড়ায় পৌঁছতে চায় সে। গলদ কোথায়? জানার জন্য বিপদের পথেই পা বাড়ায় ডেসপ্যাচ সংবাদপত্রের সাংবাদিক। ফ্রন্টপেজ স্টোরি চাই!

Despatch 1

একদিকে জয় নাছোড়বান্দা সাংবাদিক, অন্যদিকে প্রবল খামখেয়ালি মানুষ। স্ত্রী শ্বেতাকে (সাহানা গোস্বামী) ছেড়ে বয়সে ছোট প্রেমিকা প্রেরণার (অর্চিতা আগরওয়াল) সঙ্গে থাকার জন্য আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে আপস করেই গোটা একটা ফ্ল্যাটের বন্দোবস্ত করে ফেলে। মাঝরাতে স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, তাকে হোটেলের ঘর থেকে বের করে দিতে পারে। আবার সহকর্মী নুরির (ঋ সেন) সঙ্গে উদ্দাম যৌনতায় লিপ্ত হতে পারে। এমন ত্রুটিপূর্ণ এক চরিত্রকে উলঙ্গভাবে ক্যামেরার সামনে দেখানো সহজ নয়। এ বোধহয় মনোজ বাজপেয়ীর সঙ্গেই সম্ভব।

তবে ছবির গল্পে আরও ধার প্রয়োজন ছিল বলেই মনে হয়েছে। প্রথমার্ধে গতি খানিক মন্থর। সাংবাদিক ও অপরাধ জগতের লুকোচুরি খেলা আরও গ্রিপিং হতে পারত। এত কিছুর পরও শুধুমাত্র মনোজ বাজপেয়ীর অভিনয় দেখার জন্য এই সিনেমা একবার দেখা যেতেই পারে Zee5 প্ল্যাটফর্মে। ‘ভাইয়াজি’ একাই একশো। আর অবশ্যই এই ছবিতে বাঙালির পাওনা ঋ। মনোজের পাশে বেশ আত্মবিশ্বাসী বাঙালি অভিনেত্রী।

 

ছবি – ডেসপ্যাচ
অভিনয়ে – মনোজ বাজপেয়ী, সাহানা গোস্বামী, অর্চিতা আগরওয়াল, ঋ সেন, আনন্দ আলকুন্টে, ঋজু বাজাজ, পুর্নেন্দু ভট্টাচার্য প্রমুখ
পরিচালনায় – কানু বহেল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement