Advertisement
Advertisement
Qatar World Cup

Qatar World Cup 2022: ‘ঘৃণ্যতম’ মানুষ, কাতারে এমবাপেকে ব্যঙ্গ করায় মার্টিনেজকে আক্রমণ প্রাক্তন ফরাসি তারকার

অভিযোগ, ফরাসি খোলোয়াড়দের মনসংযোগ নষ্ট করতে অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ।

Former French defender slams Emiliano Martinez for mocking Kylian Mbappe | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 22, 2022 7:25 pm
  • Updated:December 22, 2022 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বারের বিশ্বকাপে (Qatar World Cup) সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে নায়ক তিনি। তাঁর ‘হাতযশে’ই কাপ জয় আর্জেন্টিনার (Argentina)। পাশপাশি বিতর্ক ছাড়ছে না এমিলিয়ানো মার্টিনেজকে (Emiliano Martinez)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপ জয়ের পর তিনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) ব্যঙ্গ করেন। এই ঘটনায় এবার মার্টিনেজকে তোপ দাগলেন ফ্রান্সের জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার আদিল রাম (Adil Ram)। তাঁর মতে ‘ঘৃণ্যতম মার্টিনেজ’। নিজের ইন্সটাগ্রামে ছাপার অযোগ্য ভাষাতে আর্জেন্টিনিও তারকাকে কটাক্ষ করেন আদিল।

ফুটবল বিশেষজ্ঞদের বক্তব্য, কাতার বিশ্বকাপে জয়ে মেসির (Leo Messi) পরেই যিনি সবচেয়ে বেশি কৃতিত্ব দাবি করতে পারেন, তিনি হলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নির্ধারিত সময় ফাইনাল ম্যাচের ফলাফল ২-২ থাকার পর অতিরিক্ত সময়ে হয় ৩-৩। যদিও অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে একটি সহজ সুযোগ পায় ফ্রান্স। কিন্তু চিনের পাঁচিল হয়ে ওঠেন মার্টিনেজ। এমনকী টাইব্রেকারে নীল-সাদা জার্সির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তিনি।

Advertisement

[আরও পড়ুন: রাশিয়ায় বিশ্বজয়ের পরে মেসিকে অসম্মান করেছিলেন এমবাপেরা, এখন তার শোধ নিচ্ছেন মার্টিনেজ]

মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ, টাইব্রেকারের সময় ফরাসি খোলোয়াড়দের মনসংযোগ নষ্ট করত তিনি বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করেন। এমনকী বিশ্বকাপ জয়ের পর এমবাপেকে ব্যঙ্গ করে আনন্দ উদযাপন করেন। এই ঘটনাতেই বেজায় ক্ষিপ্ত হয়েছেন প্রাক্তন ফরাসি তারকা আদিল রাম। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মার্টিনেজের কড়া সমালোচনা করেন। ছাপার অযোগ্য ভাষায় ব্যক্তি আক্রমণ করেন। লেখেন, ‘ঘৃণ্যতম মানুষ’।

[আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়ন হয়েও ব্রাজিলের পিছনে আর্জেন্টিনা, নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা]

বিশ্বকাপ শেষ হলেও বিশ্বকাপ জ্বর ফুরোচ্ছে না। স্বদেশ আর্জেন্টিনায় মেসিদের ফেরার পর আনন্দ উদযাপনে বিতর্ক তৈরি হয়েছে। কোভিড যখন বাড়ন্ত তখন এত মানুষের ভিড় নিয়ে বিতর্ক। মাঝপথে হেলিকপ্টারে ফুটবল তারকাদের সরানো হয়। অন্যদিকে চমকে দেওয়া খবর হল আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাংক (Central Bank of Argentina) হাজার টাকার নোটে মেসির ছবি রাখা নিয়ে আলোচনা করছে। জানা গিয়েছে, ঐতিহাসিক কাপ জয় স্মরণীয় করে রাখার জন্যই এমন ভাবনা মারাদোনার দেশের সেন্ট্রাল ব্যাংকের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement