Advertisement
Advertisement
Skin Care

রোদে ত্বক পুড়ে কালো হয়ে যাচ্ছে? ঘরেই বানিয়ে ফেলুন সানস্ক্রিন, রইল টিপস

দোকানের কেমিক্যালযুক্ত সানস্ক্রিন ব্যবহার না করে বরং এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সানস্ক্রিন।

try these tips to make sunscreen lotion at Home
Published by: Akash Misra
  • Posted:April 23, 2024 8:54 pm
  • Updated:April 23, 2024 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোদে বের হলেই ত্বকে কালো ছোপ, পুড়ে যাচ্ছে মুখের চামড়া। ফলাফল অল্প বয়সেই মুখে বলিরেখা। রোদ থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করে থাকেন সানস্ক্রিন। কিন্তু অনেক সময়ই দেখা যায় সানস্ক্রিন মেখেও কোনও কাজ হচ্ছে না। দোকানের কেমিক্যালযুক্ত সানস্ক্রিন ব্যবহার না করে বরং এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সানস্ক্রিন। কীভাবে? রইল টিপস।

যা লাগবে–
৪ কাপ নারকেল তেল
৩ কাপ শিয়া বাটার
১ কাপ তিল তেল বা জোজোবা অয়েল
২ টেবিলচামচ প্রাকৃতিক মোম ( যে কোনও ডিপার্টমেন্ট স্টোরে বা অনলাইনে পাবেন)
১ চা চামচ লাল র‍্যাস্পবেরি সিড অয়েল
১ চাচামচ ক্যারট সিড অয়েল
পরিমাণমতো গোলাপ জল

Advertisement

নারকেল তেল, শিয়া বাটার আর মোম একসঙ্গে গলিয়ে নিন। মোমটা গলতে একটু সময় লাগবে। সব গলে গেলে আঁচ থেকে নামিয়ে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করুন। ঠান্ডা হলে মিশ্রণটা ফ্রিজে ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা মতো রাখুন। তারপর ফ্রিজ থেকে বের করে হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে নিন। র‍্যাস্পবেরি সিড অয়েল, ক্যারট সিড অয়েল আর এসেনশিয়াল অয়েলটাও এখনই দিয়ে দিন। খানিকক্ষণ ফেটালে মিশ্রণটা ফুলে উঠবে। আপনার সানস্ক্রিন তৈরি। কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন, ইচ্ছেমতো ব্যবহার করুন।

[আরও পড়ুন: গরমে চুল নিয়ে নাজেহাল? রকমারি হেয়ার স্টাইলের টিপস রইল ফ্যাশনিস্তাদের জন্য]

তবে শুধুই এটি মাখলেই চলবে না। পরিচর্যা করুন নিয়মিত।

১) কিছু পরিমাণ নিমপাতা বেটে নিন। ফেসপ্যাকের মতো ব্যবহার করুন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে মুখ ধুয়ে নিন।

২) বাড়ির থেকে বের হওয়ার সময় পাতিলেবুর শরবত খেয়ে নিন। এই শরবত ভিতর থেকে ত্বকে আদ্র রাখবে।

৩) বাড়ি ফিরে বেসন ও কাচা দুধের মিশ্রণ বানিয়ে ফেসপ্যাকের মতো করে ব্যবহার করুন। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের জেল্লা ফিরবে।

[আরও পড়ুন: দাড়ি কাটার পর গাল জ্বালা করে? খুব সহজেই দূর হবে সমস্যা, রইল টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement