Advertisement
Advertisement
Shraddha Kapoor

লাল শাড়িতে ‘স্ত্রী’ লুকে বাজিমাত শ্রদ্ধার, দাম জানলে অবাক হবেন!

মাসাবা গুপ্তার ডিজাইন করা জ্যাকোয়ার্ড সিল্ক ম্যাটেরিয়ালে তৈরি এই শাড়ি।

Shraddha Kapoor is the 'stree' of our hearts in Rs 22k red saree at trailer launch

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 18, 2024 8:42 pm
  • Updated:July 18, 2024 8:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধুই পশ্চিমী পোশাক নয়, যে কোনও ট্র্যাডিশনাল পোশাকেও শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor) দারুণ মানায়। শ্রদ্ধার নানা লুক বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়েছে। বলিউডের তারকাসন্তানদের মধ্যে তিনি দারুণ জনপ্রিয়। অভিনয় দক্ষতা আর অসাধারণ সৌন্দর্যে বরাবর মোহিত করেন দর্শকদের তিনি। সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়! তাঁর সিনেমা, ব্যাক্তিগত জীবন থেকে সাজপোশাক সবকিছুই চর্চার হট টপিক। এবার ‘স্ত্রী ২’- এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যে শাড়ি পরে এলেন, তার দাম মাথা ঘুরিয়ে দেবে!

এদিনের অনুষ্ঠানের জন্য ২২ হাজার টাকার শাড়ি পরেছিলেন শ্রদ্ধা কাপুর। যে লাল শাড়িটি মাসাবা গুপ্তার ডিজাইন করা। জ্যাকোয়ার্ড সিল্ক ম্যাটেরিয়াল তৈরি। সোনালি সুতোয় কাজ করা আর ‘কিনারি’ পার ফ্যাশন ডিজাইনারের হেরিটেজ কালেকশনের। উজ্জ্বল লাল শাড়ি আর লম্বা বিনুনী। সিনেমার থিমের সঙ্গে সাজুয্য রেখেই এমন লুকে ধরা দিয়েছেন শ্রদ্ধা। হালকা মেকআপ। চোখে কাজল। আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। গয়নার আতিশয্য দেখাননি অভিনেত্রী। শাড়ির সঙ্গে কানে সোনার ঝুমকো জোড়া এবং সরু চুড়ি এই লুককে আরও পারফেক্ট করে তুলেছে। কোনওরকম নেকপিস পরেননি। বরং তার পরিবর্তে স্টেটমেন্ট নোজ পিন পরেছেন। নিঃসন্দেহে শ্রদ্ধার এই লুক বৃহস্পতিবার ‘স্ত্রী ২’- এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কেউ ৩ লাখ, কেউ আড়াই লাখ! আম্বানিদের রিসেপশনে অদিতি, বিপাশা, তামান্নাদের পোশাক কত দামি?]

মাসাবার ওয়েবসাইটে উঁকি দিলেই দেখা যাবে শ্রদ্ধার এই লাল শাড়ির ডিটেইলস। যেখানে ‘রেড হাত ফুল’ নামে জ্বলজ্বল করছে এই শাড়ি। ত্রিকোণ এবং আনার জরির কাজ করা গোটা পোশাকে। আর পারে রয়েছে ‘গোটা সিলাই’-এর কারুকার্য। নেটপাড়ার ফ্যাশন পুলিশদের কাছে বেজায় প্রশংসিত শ্রদ্ধা কাপুরের এই লুক।

[আরও পড়ুন: বিদায়বেলায় স্বর্ণখচিত লেহেঙ্গায় ‘রাজরানি’ রাধিকা, পুরনো গয়নাতেই বিয়ে আম্বানিবধূর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement