সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুতি-পাঞ্জাবি কিংবা কুর্তা-পাজামা সইফ আলি খানের বেশ পছন্দের। এহেন সাজপোশাকের জন্য বলিউড নবাব গত একবছর ধরেই চোখ বন্ধ করে ভরসা রাখেন কলকাতার পোশাকশিল্পী অভিষেক রায়ের উপর। গতবার দিওয়ালি পার্টির মতো এবার গণপতি উৎসবেও ‘বহুরূপী শান্তিনিকেতন’ কালেকশনকেই বেছে নিলেন সইফ।
লাল পাঞ্জাবি, ঘিয়ে রঙের ধুতি। আম্বানিদের গণপতি মজলিশে শনিবার রাতে আদ্যোপান্ত বাঙালিবাবু অবতারে দেখা গেল বলিউড নবাবকে। অভিষেক জানালেন, অন্য তারকাদের মতো সইফ আলি খান ফ্যাশন নিয়ে অতটা খুঁতখুঁতে নন। তাঁর শুধু চাই- কমফর্ট এবং ফিট। আন্তেলিয়ার গণেশ আরাধনার অনুষ্ঠানের জন্য যে লাল পাঞ্জাবি বেছে নিয়েছিলেন সইফ আলি খান, সেটা গোল্ড ব্রোকেড ম্যাটেরিয়ালের তৈরি। তবে ধুতি পরার পদ্ধতি মোটেই সহজ নয়! এই প্রজন্মের বাঙালিদের একাংশের কাছেও সম্ভবত সেটা খটমট ঠেকে। অগত্যা কলকাতা থেকে ভিডিও কল করে সইফকে ধুতি পরা শেখালেন অভিষেক রায়। কলকাতার ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে বেশ পছন্দ সইফের। গতবার দিওয়ালিতেই সেকথা জানা গিয়েছিল।
গণপতি অনুষ্ঠানের জন্যও তাই অভিষেক রায়ের পোশাকেই বাঙালিবাবু সাজে ধরা দিলেন সইফ আলি খান। সইফের পাশাপাশি ‘গিন্নি’ করিনা কাপুরও রং মিলান্তি লাল সালোয়ারে বাজিমাত করলেন। তবে অভিনেত্রীর পোশাক অভিষেক রায়ের ডিজাইন করা নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.