Advertisement
Advertisement

Breaking News

Eyebrow

ঘন কালো ভ্রূ চান? ঘরোয়া টোটকায় হয়ে উঠুন মোহময়ী

বর্তমান স্টাইল ট্রেন্ডের দিকে নজর রাখলে দেখা যাবে, ঘন কালো ভ্রূ পছন্দ করেন না এমন তরুণী প্রায় নেই বললেই চলে।

How to grow thicker eyebrow
Published by: Sayani Sen
  • Posted:March 7, 2025 6:12 pm
  • Updated:March 7, 2025 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্রূ নিয়ে কমবেশি প্রত্যেক মহিলাই খুঁতখুঁতে। নায়িকার মতো সরু ভ্রূ আগে পছন্দ করতেন অনেকেই। কিন্তু বর্তমান স্টাইল ট্রেন্ডের দিকে নজর রাখলে দেখা যাবে, ঘন কালো ভ্রূ পছন্দ করেন না এমন তরুণী প্রায় নেই বললেই চলে। যাঁরা সরু বলে আক্ষেপ করেন, তাঁরা চাইলে ঘরোয়া কৌশলে ভ্রূ-র চরিত্র বদলানোর চেষ্টা করতে পারেন।

১. পেপটাইডস, বায়োটিন এবং কেরাটিন সমৃদ্ধ সিরাম ভ্রূ-তে প্রতিদিন লাগাতে হবে। তাতে বাড়তে পারে ভ্রূ। তার ফলে মাত্র কয়েকদিন সরু থেকে ঘন কালো হতে পারে ভ্রূ।

Advertisement

২. ভ্রূ সামান্য বড় হলেই পার্লারে যাবেন না। সময় দিন। ভ্রূ বড় হওয়ার পার্লারে গেলে ঘন, কালো রূপ দিতে সুবিধা হবে রূপটান বিশেষজ্ঞদের।

৩. টুইজার্স ব্যবহারের অভ্যাস থাকে অনেকের। কিন্তু ভুলেও তা ঘন ঘন ব্যবহার করবেন না। পরিবর্তে ভ্রূ সঠিক আকৃতিতে আনতে কাঁচি ব্যবহার করুন।

৪. মেকআপের সময় কৃত্রিম উপায়ে ভ্রূ কালো, ঘন করতে পারেন। যেমন মেকআপের সময় ব্রো পেনসিল, পাউডার এবং জেল ব্যবহার করতে পারেন। তাতেই কৃত্রিম উপায়ে হয়ে উঠতে পারে ভ্রূ ঘন ও কালো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement