Advertisement
Advertisement

Breaking News

IPM

এক জায়গায় বসানো যন্ত্রেই মরবে গোটা জমির পোকা, অত্যাধুনিক প্রযুক্তিতে চাষে উন্নতি মহিষাদলে

প্রয়োজন বুঝে আগামী দিনে আরও কিছু জায়গায় এই যন্ত্রের ব্যবহার শুরু হবে৷

IPM applied in Mahishadal to kills insects of field ।Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:September 26, 2020 6:35 pm
  • Updated:September 26, 2020 6:35 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে সুসংহত কীটশত্রু দমন ব্যবস্থায় (ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেণ্ট বা আইপিএম) জোর দিয়েছে মহিষাদল (Mahishadal) ব্লক কৃষি দপ্তর। জমির এক জায়গায় এই যন্ত্রটি বসিয়ে পোকা ধ্বংসের উদ্দেশ্যে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে ৷ আর সেই সূত্রে কৃষিক্ষেত্রের সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব হবে৷ সম্ভব হবে রোগমুক্ত ফসল তোলা৷

সাদামাছি, জাতপোকা থেকে মাজরা পোকা হানা দেয় বিভিন্ন কৃষিজমিতে৷ পাতা কিংবা ডাঁটার রস, ফুল ও ফলনের মিষ্টি রস চুষে সাবাড় করে দেয়৷ মাঠের পর মাঠ দল বেঁধে আক্রমণ জোরদার করে এই সমস্ত কীটপতঙ্গের দল৷ কৃষকের ঘাম ঝরানো ফসল মাঠেই মারা যায়৷ আশাহত হতে হয় কৃষকদের৷ তাই আধুনিক কৃষি-প্রযুক্তির অবদান হিসেবে ব্যবহৃত হচ্ছে আইপিএম৷ এই ক্ষেত্রে কীটপতঙ্গের প্রজনন হার কমাতে পুরুষ পোকা নিধনের কৌশল নেওয়া হয়েছে৷ স্ত্রী পোকার প্রতি আকৃষ্ট হওয়ার কারণ অনুসন্ধান করে হরমোন ‘ফেরোমেন’ ব্যবহার করা হচ্ছে৷

Advertisement

[আরও পড়ুন: লাখ টাকার ফসলের ক্ষতি, বিমার মাত্র ১টাকা হাতে পেলেন কৃষক! হইহই কাণ্ড মধ্যপ্রদেশে]

জমির এক জায়গায় আইপিএম (IPM) পাত্রটি বসানো থাকে৷ পাত্রের মধ্যে থাকে এক জাতীয় আঠা৷ একই পাত্র থেকে ফেরোমেন ছড়ানোরও ব্যবস্থা থাকে৷ ফেরোমেনের আকর্ষণে প্রজনন তাড়নায় পোকার দল ধেয়ে আসে ওই যন্ত্রের দিকে৷ আর সেখানে থাকা আঠায় আটকে একে একে মারা পড়ে৷ ভিন্ন পদ্ধতিতে রাতে সৌর আলো ব্যবহার করা হয়৷ আলোর তলায় থাকে আঠা৷ আলোর আকর্ষণে ছুটে গিয়ে আঠায় লেপটে যায় পতঙ্গকূল৷ এমনি মহিষাদল ব্লকের সতেরোটি কৃষি প্রদর্শনী ক্ষেত্রে এমন আইপিএম যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে৷ ব্লক সহ-কৃষি অধিকর্তা পার্থপ্রতীম দাস জানিয়েছেন, “কীটপতঙ্গের হাত থেকে ফসল রক্ষা করতে আইপিএম পদ্ধতি কার্যকর হয়েছে মহিষাদল ব্লকে৷ এখন সতেরোটি ডিস্ট্রিবিউশন সেন্টারে কাজ চলছে৷” প্রয়োজন বুঝে আগামী দিনে আরও কিছু জায়গায় এই যন্ত্রের ব্যবহার শুরু হবে৷

[আরও পড়ুন: মাটি ছাড়াই হচ্ছে চাষ! উন্নত প্রযুক্তিতে ফসল ফলিয়ে নজির গড়ল পূর্ব মেদিনীপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement